Read Time:1 Minute, 10 Second

করওয়া চৌথের সাজে নেট দুনিয়ায় ভাইরাল একের পর এক তাবর তাবর বলি তারকারা। স্বামী রোহনপ্রীতের সাথে নতুন ভিডিওতে লাল রঙের সালওয়ার কামিজে দেখা গেল নেহা কক্করকে। লাল শাড়িতে সেজেছেন অভিনেত্রী শিল্পা শেঠি। তিনি ও সমীর সোনির স্ত্রী, প্রাক্তন অভিনেত্রী নীলম হাজির হন অভিনেতা অনিল কাপুরের বাড়িতে। হাজির হন সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুরও। স্ত্রী যুবিকা চৌধুরী কে দেখা গেল প্রিন্স নারুলার সাথে। ব্রত রাখলেন সদ্য বিবাহিতা অভিনেত্রী কাজল আগরওয়াল। ব্রত পালন করতে দেখা গেল অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে ও কাজল কেও।প্রযোজক ও পরিচালক দিব্যা খোসলা কুমার ব্রত পালন করলেন ‘সত্যমেব জয়তে ২’-এর সেটেই।
