নজরুলগীতির সুর বদল! ক্ষমা চাইল টিম ‘পিপ্পা’। এম ভারত নিউজ

admin

আর গানটি রিলিজ হতেই তুমুল সমালোচনার ঝড় বয়ে যায়

0 0
Read Time:2 Minute, 34 Second

‘কারার ঐ লৌহ কপাট’, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচনায় তথা সুরে এই সুর শুনে বড় হয়ে উঠেছেন বহু মানুষ। এই গান শুধুই স্মৃতি নয় আবেগও বটে। সেই গানের সুরই একেবারে ওলট-পালট করে ফেলেছেন প্রসিদ্ধ সুরকার এ আর রহমান। একাত্তরের মুক্তিযুদ্ধের উপর তৈরি ছবি ‘পিপ্পা’র একটি গান হিসেবেই নতুন রূপে রিমেক করা হয়েছে এই গানটিকে। বানিয়েছেন এ আর রহমান। আর গানটি রিলিজ হতেই তুমুল সমালোচনার ঝড় বয়ে যায় সোশাল মিডিয়া থেকে সর্বত্র জায়গায়। শুধুমাত্র গানটিই নয় সমালোচনার মুখে পড়তে হয় খোদ সুরকারকেও। যদিও ‘পিপ্পা’ টিমের দাবি, স্বত্বাধিকারের সমস্ত রকম শর্ত মেনেই নির্মিত হয়েছে গানটি। গানের লিরিক্সের লাইসেন্স চুক্তি মেনেই নাকি গানটির রিমেক করা হয়েছে বলেই দাবি করে টিম ‘পিপ্পা’। তাঁদের বক্তব্য, লাইসেন্স চুক্তিতে কল্যাণী কাজীর ও সাক্ষী হিসেবে অনির্বাণ কাজীর সই রয়েছে এবং চুক্তির শর্তাবলী অনুযায়ী, এই নজরুলগীতির লেখা অপরিবর্তিত রেখে নতুন সুর দেওয়ার অনুমতিও রয়েছে বলেই জানিয়েছে টিম ‘পিপ্পা’। তবে এসবের পরে তাঁরা অবশ্য এই গানের প্রতি মানুষের আত্মিক টানের গুরুত্ব বুঝেই ক্ষমা চেয়ে নিয়েছেন। পিপ্পার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, “ভারতীয় উপমহাদেশে সঙ্গীত জগতে, সমাজ ও রাজনীতিতে কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য। কাজী নজরুল ইসলামের প্রতি ও গানটির আসল সুরের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীনতা, শান্তি ও ন্যায়ের জন্য যাঁরা সংগ্রাম করেছিলেন, তাঁদের কুর্নিশ জানাতেই এই অ্যালবামটি বানানো হয়েছে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী। থাকবেন বচ্চনও? এম ভারত নিউজ

আর সেই মাহেন্দ্রক্ষণেই স্টেডিয়ামে উপস্থিত থাকতে চান খোদ ভারতের প্রধানমন্ত্রী

Subscribe US Now

error: Content Protected