0
0
Read Time:1 Minute, 29 Second
হাইস্কুলে মদের আসর, পাশাপাশি মুরগি চাষ ! এমনটাই অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার দক্ষিণ হাটগেছিয়া সরকারি হাইস্কুলের বিরুদ্ধে । গ্রামবাসীদের তরফে জানানো হয়, নারায়ণ চন্দ্র জানা নামক স্কুলেরই এক অবসর প্রাপ্ত কর্মচারী বেশ কয়েক দিন ধরে স্কুলের এক রুমের মধ্যেই মুরগি চাষ করছিলেন এবং সেখানেই নাকি গাড়ির টায়ার সহ বিভিন্ন জিনিস পত্র রেখে রুমটিকে ব্যবহারও করছিলেন ।
গ্রামবাসীদের আরও অভিযোগ মুরগি চাষে নাকি স্কুলের মিডডে মিলের চালই ব্যবহার করা হত । যদিও এক্ষেত্রে নারায়ণবাবু জানিয়েছেন তাঁর বাড়িতে আত্মীয়-পরিজন আসাতেই তিনি বাড়ির মুরগি স্কুলে এনে রেখেছেন । অন্যদিকে মদের আসর বসার অভিযোগ সম্পূর্ণ ভাবেই অস্বীকার করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক । ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ।