মঙ্গলবারের পর বুধবার ইলেকট্রনিক্স যন্ত্রাংশের ত্রুটির জেরে পূর্ব মেদিনীপুরে আচমকাই বন্ধ হয়ে গেল স্বাস্থ্য সাথী কার্ড বানানো। মঙ্গলবার কাঁথি ৩ ব্লকের ৬ নং দূর্মুট অঞ্চলে স্বাস্থ্য সাথী কার্ড তৈরির কাজ চলছিল। সেইসময় আচমকাই যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায় বন্ধ হয়ে যায় কাজ। সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় সরকারি কর্মচারীদের। বুধবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এদিনও যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায় কাজ বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে প্রচুর নামের ভুল দেখা যায় স্বাস্থ্য সাথী কার্ডে। যার ফলে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার মানুষ। মারিশদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীদের অভিযোগ, একে তো যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ায় কাজ বন্ধ হয়ে গিয়েছে, তারওপর কর্মচারীরা তাদের হেনস্থা করছে। অন্যদিকে, সেখানে উপস্থিত থাকা সরকারি কর্মীরা বলেন, ইলেকট্রিক যন্ত্রাংশ খারাপ হয়ে যাওয়ার কারণে কিছু সময় ব্যাহত হয়েছে কাজ, তবে আগামী সময় সব ঠিকঠাক হয়ে যাবে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা রাজ্যজুড়ে চলছে দুয়ারে সরকার
প্রকল্প। আর এই প্রকল্পের আওতায় গোটা রাজ্য জুড়ে চলছে “স্বাস্থ্য সাথী” কার্ড তৈরির কাজ। যদিও বিরোধীদের অভিযোগ, এই কার্ডের কোনও সুবিধা পাচ্ছেন না সাধারণ মানুষ। পরপর দু’দিনের ঘটনায় বিরোধীরা আরও ইন্ধন পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।