করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ বিপর্যস্ত দেশগুলির মধ্যে আমেরিকা অন্যতম। করোনা সংক্রমনের জেরে বিধ্বস্ত আমেরিকায় আগামীদিনের সংক্রমনের দাপট ঠেকাতে একমাত্র পথই হল গণটিকাকরণ । সেই কারণেই বিপুল সংখ্যায় গণ টিকাকরণের ঘোষণা করলেন আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন। তিনি বলেন আগামী দিনে আমেরিকার স্বাধীনতা দিবসের আগেই ৭০ শতাংশ মানুষের গণ টিকাকরণ সম্পন্ন করা হবে। মূলত প্রাপ্তবয়স্কদের সর্বোচ্চ টিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাইডেন প্রশাসনের তরফ থেকে।

প্রসঙ্গত উল্লেখ্য, আজই এই প্রসঙ্গে একটি টুইট করেছিলেন, সে রাষ্ট্রের রাষ্ট্রপতি তাঁর টুইটে তিনি লিখেছেন বর্তমানে দেশে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাই দেশের এখন সর্বপ্রথম উদ্দেশ্য হল ,এই কঠিন পরিস্থিতিতে দেশকে রক্ষা করা, এবং বিপুল পরিমাণে টিকাকরণের মাধ্যমে দেশকে সুস্থ করা সম্ভব বলে মনে করছেন তাঁরা। মূলত স্বাধীনতা দিবসের আগেই অন্তত ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকানদের ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করা।অন্যতম আরও একটি লক্ষ্য হল, আমেরিকার স্বাধীনতা দিবস ৪ জুলাইয়ের আগে ১৬০ মিলিয়ন মার্কিন অধিবাসীদের ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ প্রদান করা। করোনায় বিপর্যস্ত দেশগুলির মধ্যে আমেরিকা অন্যতম ।মারণ ব্যাধির থাবায় মার্কিন মুলুকে প্রাণ হারিয়েছেন ৫,৭৮,৪০৭ জন। এছাড়াও এখনো পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৩.২ কোটিরও বেশি।