করোনা আক্রান্ত প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 43 Second

রাজ্য জুড়ে কোভিড পরিস্থিতি বড়ই উদ্বেগজনক । সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, প্রার্থী কাউকেই ছাড়ছেনা করোনা । দিন কয়েক আগেই বিভিন্ন দলীয় প্রার্থীরা প্রাণ হারিয়েছেন করোনার কবলে পড়ে । এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। রবিবার রাতে তাঁকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডিতে। আপাতত চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন। রবিবার তিনি গাইঘাটায় মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারসভায় অংশ নিতে যাওয়ার আগে নিজের কোভিড পরীক্ষা করান। রিপোর্ট আসে পজেটিভ। তারপর বনগাঁর হাসপাতালে গিয়ে পুনরায় নিজের কোভিড পরীক্ষা করান তিনি, দ্বিতীয় রিপোর্টটিও পজেটিভ আসে। দু’দফায় রিপোর্ট পজেটিভ আসার ফলে চিকিৎসকদের পরামর্শ মতোই তাঁকে কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে ঠাকুরনগরের মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তিনিই। মতুয়াবাড়ির অভ্যন্তরীণ রাজনীতিতে মমতাবালা ঠাকুরের বিপরীতে রয়েছেন তাঁরই দেওর মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।ছোটছেলে শান্তনু ঠাকুর বর্তমানে বিজেপি সাংসদ। আর বড়ছেলে সুব্রত ঠাকুর গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। ২০১৯ সালের লোকসভা ভোটে মমতাবালা ঠাকুর পরাজিত হলেও, পারিবারিক রাজনীতির সমীকরণে এখনও তিনি তৃণমূলেই রয়েছেন। তাই তৃণমূলের প্রচারে তাকেই কাজে লাগানো হচ্ছে। গত সপ্তাহে চারদিন মমতাবালা ঠাকুর বর্ধমান জেলার বিভিন্ন কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন। সেখানেই তিনি সংক্রমিত হন বলেই অনুমান চিকিৎসকদের। ১৮ এপ্রিল মুখ্যমন্ত্রীর সভার জন্য গাইঘাটায় ফিরেই কোভিড পরীক্ষায় পজেটিভ হন। মমতাবালা জানিয়েছেন, আপাতত তাঁর জ্বর নেই, কিন্তু কাশি রয়েছে|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নির্বাচনী প্রচারে ২৬শে এপ্রিল বীরভূমে আসছেন প্রধানমন্ত্রী । এম ভারত নিউজ

চলতি মাসে আরও একবার নির্বাচনী প্রচারে বাংলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।হ্যাঁ,আগামী ২৬শে এপ্রিল বীরভূমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আজ সাংবাদিক সম্মেলন করে এই কথা জানানো হয়েছে বিজেপির তরফ থেকে । বীরভূমে অষ্টম দফা নির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে সিঊরিতে প্রধান মন্ত্রী নির্বাচনী সভা করার কথা আছে।এছাড়া কেন্দ্রীয় নেতৃত্ব […]

Subscribe US Now

error: Content Protected