নিজস্ব সংবাদদাতা, বীরভূম :
বীরভূমে চার দফা দাবি নিয়ে ধর্নায় বসল বিজেপি। ইলেকট্রিসিটি বিল , ভোট-পরবর্তী হিংসা, গ্যাসের সিলিন্ডার প্রতি রাজ্য সরকারের কর কমানো সহ চার দফা দাবি নিয়ে এদিন বিজেপি যুব মোর্চা সিউড়ির বীরভূমে জেলা শাসক অফিসের সামনে ধর্নায় বসল। এদিন তাঁদের এই ধর্নায় বসার পাশাপাশি অভিনব পদ্ধতি অবলম্বন করতে দেখা যায় তাঁদের। হাতে পুরাতন হারিকেন নিয়ে এই অবস্থান-বিক্ষোভ চালাতে দেখা যায় তাঁদের। পাশাপাশি তাঁদের দাবি অবিলম্বে তাঁদের এই চার দফা দাবি মানতে হবে রাজ্য সরকারকে। আজ বিকেল পাঁচটা অবদি এই ধর্না চলবে বলে জানিয়েছেন তাঁরা। অন্যান্য রাজ্যের তুলনায়ও পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক বিভাগের তরফে ইউনিট প্রতি বেশি অর্থ নেওয়া হয় বলে দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি অ্যাডভান্স রিডিংয়ের বিষয়টিও তুলে ধরেছেন তাঁরা।
এছাড়াও করোনাকালীন কঠিন পরিস্থিতিতে গ্যাসের দাম বৃদ্ধিতে সমস্যা হচ্ছে সাধারণ মানুষ। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া ২৯১ টাকার পরিবর্তে কম অর্থ নেওয়ার কথা বলা হয়েছে।পাশাপাশি বিধানসভা নির্বাচন ২০২১ এর পর থেকে রাজ্যে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতিতে, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মকর্তাদের খুন হতে হয়েছে পাশাপাশি অকথ্য অত্যাচার চালানো হয়েছে তাঁদের পরিবারের লোকেদের উপর। ভাঙচুর করা হয়েছে তাঁদের, বিষয় আশয়। আর এবার সেই সমস্ত দোষীদের শাস্তির দাবি জানিয়ে আজ অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।