চার দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে বসল বিজেপি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 21 Second

নিজস্ব সংবাদদাতা, বীরভূম :

বীরভূমে চার দফা দাবি নিয়ে ধর্নায় বসল বিজেপি। ইলেকট্রিসিটি বিল , ভোট-পরবর্তী হিংসা, গ্যাসের সিলিন্ডার প্রতি রাজ্য সরকারের কর কমানো সহ চার দফা দাবি নিয়ে এদিন বিজেপি যুব মোর্চা সিউড়ির বীরভূমে জেলা শাসক অফিসের সামনে ধর্নায় বসল। এদিন তাঁদের এই ধর্নায় বসার পাশাপাশি অভিনব পদ্ধতি অবলম্বন করতে দেখা যায় তাঁদের। হাতে পুরাতন হারিকেন নিয়ে এই অবস্থান-বিক্ষোভ চালাতে দেখা যায় তাঁদের। পাশাপাশি তাঁদের দাবি অবিলম্বে তাঁদের এই চার দফা দাবি মানতে হবে রাজ্য সরকারকে। আজ বিকেল পাঁচটা অবদি এই ধর্না চলবে বলে জানিয়েছেন তাঁরা। অন্যান্য রাজ্যের তুলনায়ও পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক বিভাগের তরফে ইউনিট প্রতি বেশি অর্থ নেওয়া হয় বলে দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি অ্যাডভান্স রিডিংয়ের বিষয়টিও তুলে ধরেছেন তাঁরা।

এছাড়াও করোনাকালীন কঠিন পরিস্থিতিতে গ্যাসের দাম বৃদ্ধিতে সমস্যা হচ্ছে সাধারণ মানুষ। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া ২৯১ টাকার পরিবর্তে কম অর্থ নেওয়ার কথা বলা হয়েছে।পাশাপাশি বিধানসভা নির্বাচন ২০২১ এর পর থেকে রাজ্যে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতিতে, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মকর্তাদের খুন হতে হয়েছে পাশাপাশি অকথ্য অত্যাচার চালানো হয়েছে তাঁদের পরিবারের লোকেদের উপর। ভাঙচুর করা হয়েছে তাঁদের, বিষয় আশয়। আর এবার সেই সমস্ত দোষীদের শাস্তির দাবি জানিয়ে আজ অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

স্বাস্থ্য কর্মীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ২ । এম ভারত নিউজ

স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের চেষ্টায় অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার খতরা এলাকায়। জানা যাচ্ছে, স্বাস্থ্যকর্মীটি হাসপাতাল থেকে ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথেই ওই দুই যুবক রাস্তার মধ্যে তাঁকে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টা করে। সূত্রের খবর অনুযায়ী, স্বাস্থ্যকর্মীটি প্রতিদিনের মতোই বুধবার পুখুরিয়া উপস্বাস্থ্য কেন্দ্র থেকে ডিউটি […]
district_422

Subscribe US Now

error: Content Protected