Read Time:1 Minute, 23 Second

দশকের পর দশক ধরে চলা বাবরি মামলায় রায় ঘোষণা হবে,সিবিআই বিশেষ আদালতে বুধবার। অভিযুক্ত ৩২ জনকেই বুধবার আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন সিবিআই বিশষ আদালতের বিচারক এস কে যাদব। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী-সহ মোট ৩২ জন। করসেবকদের মসজিদ ভাঙায় উস্কানি দেন আদবানি, যোশি, উমা ভারতীরা, এমনই অভিযোগ ওঠে।
গত ১ সেপ্টেম্বর বাবরি-ধ্বংস মামলার শুনানি শেষ হয়েছে সিবিআই বিশেষ আদালতে। মসজিদ ধ্বংসে প্রাথমিকভাবে অভিযুক্ত ৪৮ জনের মধ্যে ১৬ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। সেই কারণেই বুধবার মামলার রায়দানে ৩২ জনকে আদালতে সশরীরে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন বিচারক। করসেবকদের নানাভাবে উসকানি দিয়ে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করতে প্ররোচনা দিয়েছিলেন।
