ফের তাজা বোমা উদ্ধার নানুরে। গোপন সুত্রে খবর পেয়ে নানুর থানার পুলিশ নওয়ানগর-কড্ডা অঞ্চলের ডাঙাপাড়া থেকে বোমাগুলো উদ্ধার করেছে বলে জানা গেছে। বঙ্গ ভোটের আগে এরকম খোলা জায়গায় বোমা উদ্ধার কোন স্বাভাবিক ঘটনা নয় বলেই মনে করছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই বর্ধমানে এরকমই একটি ঘটনাতে এক শিশুর মৃত্যু হয়। বিশেষত খেলার ছলে মাটি খুড়তে গিয়ে বলের মত কিছু দেখতে পেয়ে সেটিকে ছুড়ে মারতে তা ভয়ঙ্কর শব্দে বিস্ফোরণ করে। ফলে মৃত্যু হয় এক শিশুর।
আজ ঘটনাস্থল থেকে আনুমানিক ৪০ টির ও বেশি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। আপাতত ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই খবর পাঠানো হয়েছে বম্ব স্কোয়াডে, এবং খুব শীঘ্রই তারা ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো নিস্ক্রিয় করবে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এই ঘটনার পেছনে কে বা কারা আছেন এবং কোনো রাজনৈতিক দলের মদত আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।