
করোনা আবহে , বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ । তবে সুখবর সাধারন দর্শনার্থীদের জন্য । আজ থেকে খুলে যাচ্ছে বেলুড় মাঠের প্রধান ফটক।
করোনা সংক্রমনের গ্রাফ নিম্নগামী হলেও বিপদ একেবারে কেটে যায়নি ফলে কোভিড বিধি মাথায় রেখেই খুলতে হচ্ছে বেলুড় মঠের প্রধান ফটক। সূত্রের খবর অনুসারে জানানো হয়েছে গেটে থাকবে থার্মাল গান থেকে স্যানিটাইজার সমস্ত কিছুই। মানতে হবে সামাজিক দূরত্ব বিধী।
পাশাপাশি এই মুহূর্তে বন্ধ থাকবে মিউজিয়াম থেকে শুরু করে মঠে বসে প্রসাদ গ্রহণ ও নারায়ন সেবা। যদিও এই প্রথম নয় লকডাউন এর পর দেড় মাসের জন্য খোলা হয়েছিল মঠ । মঠের প্রবীণ সন্ন্যাসীদের অনেকেই কোভিড আক্রান্ত হওয়ার কারণে ফের মঠ বন্ধ রাখতে হয়। করোনা আবহের পর বহু মন্দির গুলি খুলে দেওয়া হলেও বন্ধ রাখা হয়েছে গর্ভগৃহে প্রবেশ ঠিক তেমনি বেলুড় মঠের ক্ষেত্রেও মানা হবে এই ধরনের কিছু নিষেধাজ্ঞা।