Read Time:1 Minute, 27 Second

তিন মাস আগেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাজ সম্পূর্ণ হয়েছে । কিন্তু ট্রায়াল শুরু হয়নি এখনও । প্রথমে জানানো হয়েছিল ১৫ নভেম্বর এই ট্রায়াল শুরু হবে কিন্তু তা হনি । তবে এবার দক্ষিণেশ্বর রুটে মেট্রোর ট্রায়াল শুরু হতে চলেছে । অবশেষে সোমবার এই ট্রায়াল রান নিয়ে মেট্রো ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় যেখানে উপস্থিত ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। সিদ্ধান্ত নেওয়া হয়, পরের বুধবার অর্থাৎ ২৩শে ডিসেম্বর এই ট্রায়াল রান শুরু করার । ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় শেষ । মেট্রোর ট্রায়াল চলবে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত । বৈঠকের পরে মেট্রোর জেনারেল ম্যানেজার জানান আগামী সপ্তাহে দক্ষিণেশ্বর মেট্রোর ট্রায়াল শুরু করার চেষ্টা করা হচ্ছে। কিছু লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তা পূরণ করার চেষ্টা করা হবে।
