Read Time:1 Minute, 9 Second

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত পাঁচটি দোকান। শনিবার দুপুরে আগুন লাগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সিদ্ধা বাজারে। স্থানীয় বাসিন্দারা দোকানগুলিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে হুড়োহুড়ি ফেলে দেন। প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান তাঁরাই। পাশাপাশি খবর দেওয়া হয় পাঁশকুড়া থানার পুলিশ ও দমকলে। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকলের প্রাথমিক অনুমান, একটি প্লাস্টিক কারখানা এবং জাঙ্গিয়ার ছাঁট কাপড় থাকা গোডাউনে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।