লক্ষ্য ত্রিপুরা নির্বাচন ২০২৩, বড় দায়িত্ব পেলেন কাকলি ঘোষ দস্তিদার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 28 Second

মূল উদ্দেশ্য লোকসভা নির্বাচন ২০২৪। আর তার আগেই সর্বভারতীয় স্তরে তৃণমূলের জায়গা তৈরি করে নিতে নিজেদের লক্ষ্যকে ভাগ করে নয়া লক্ষ্য তৈরি করল তৃণমূল। বর্তমান লক্ষ্য ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩। তবে এই ক্ষেত্রেও টার্গেট মহিলা ভোট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এ জয়লাভ করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মহিলা ভোটারদের প্রাধান্য ঠিক কতটা তা ভালোভাবেই টের পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর এবারেও সেই চাণক্য নীতিকে কাজে লাগিয়ে ত্রিপুরাতে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিতে চাইছে তৃণমূল। ইতিমধ্যেই এই বিশেষ কাজের জন্য গুরু দায়িত্ব দেওয়া হতে চলেছে তৃণমূলের মহিলা দলের প্রধান কাকলি ঘোষ দস্তিদারকে। বিধানসভা নির্বাচন ২০২১ এর আগেই কন্যাশ্রী, রূপশ্রী এবং বিধবা ভাতার মত প্রকল্প গুলি চালানো হয়েছিল পশ্চিমবঙ্গে। যার ফলে বেশ কিছুটা উপকৃত হয়েছিলেন পশ্চিমবঙ্গের মহিলারা।

বিধানসভা নির্বাচন ২০২১ এ জয়লাভ করার পর পূর্বপ্রতিশ্রুতি মত পশ্চিমবঙ্গে লক্ষীর ভান্ডার নামে প্রকল্পটির সূচনা করেন তিনি। আর এই উদ্দেশ্যেই আজ ত্রিপুরায় যান কাকলি ঘোষ দস্তিদার। জানা যাচ্ছে আগামী কয়েকদিনে ত্রিপুরা তৃণমূলের মহিলা শাখার নেত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই প্রসঙ্গে তিনি জানান, “গত ৫ বছরে ত্রিপুরাকে শেষ করে দিয়েছে বিজেপি। হাজার হাজার মানুষের চাকরি চলে গিয়েছে। মানুষের উপর অত্যাচার চলছে। সেখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূল সরকার গঠন করতে চাইছে। তাই আমরা যাচ্ছি।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জল নিকাশি ব্যবস্থার দাবিতে সড়ক অবরোধ করলেন পুরুলিয়াবাসি । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : জমা জলে অতিষ্ঠ প্রাণ । গোটা গ্রাম জুড়ে নেই কোন জল নিকাশি ব্যবস্থা। ফলে, প্রায় দিনেই রাস্তার উপর হাঁটু সমান জল দাঁড়িয়ে থাকে। যার ফলে নিত্যদিনই জমে থাকা জলে পা ডুবিয়ে রাস্তা পারাপার করতে হয় গ্রামবাসীকে। আর এবার এই অভিযোগ তুলে পুরুলিয়া মানবাজার ১নং ব্লকের বিশরী […]
district_419

Subscribe US Now

error: Content Protected