মোহনবাগান কে ১০ রানে হারিয়ে ফাইনালের তালিকায় ইস্টবেঙ্গল| ফাইনালে লাল হলুদ ক্লাবের প্রতিপক্ষ ভবানীপুর ক্লাব| শক্তিশালী মোহনবাগান ক্লাব শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে, ম্যাচ টা তাদের কাছে কঠিন হয়ে যায়| বিবেক সিংহ ৩৫ রান করেন, সেরকম ভালো খেলতে পারেননি| সুদীপ চট্টোপাধ্যায়(১১), অনুষ্টুপ মজুমদার(৮), ঋত্বিক চট্টোপাধ্যায়(১৬), দেবব্রত দাস(১৩), রাজকুমার পাল(৮), অয়ন ভট্টাচার্য(০)|সবুজ মেরুন ১৪৪ রানের বেশি এগোতে পারেনি|অন্যদিকে ইস্টবেঙ্গল টসে জিতে প্রথমেই ব্যাট করতে নেমে জুটি গড়েন|সায়ন শেখর মন্ডল(৪৪) ও অঙ্কুর পাল(২৯)|সায়ন আউট হওয়ার পরে ইস্টবেঙ্গলের রান দাঁড়ায় ৭৫, তারপর রনজোত সিং ২৬ রান করেন এবং পরবর্তী কেউই দুই এর গন্ডি টপকাতে পারেনি| ১২. ৩ ওভারে ১০০ রান হয়ে যায়, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট পতনে ১৫৪ রান তোলে লাল হলুদের টিম|২৬ বলে ২৯ রান করেন অঙ্কুর পাল,৯ টি চারে ২৮ বলে সর্বাধিক ৪৪ রান করেন সায়নশেখর মন্ডল|ঝড়ের গতিতে রান তুলতে থাকা লাল হলুদ ১০ রানের ব্যবধানে বাজিমাত করে ফাইনালে ওঠেন|
