আসন্ন ঘূর্ণিঝড়ের আগেই ঘরে ফিরছেন মৎস্যজীবীরা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 23 Second

চলতি বছরেই রাজ্যে তাণ্ডব চালিয়েছিল যশ।আগামীকাল ফের প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই রাজ্যের সমুদ্র উপকূলবর্তী এলাকায় রেড আল্যার্ট জারি করা হয়েছে। মৎস্যজীবীদের অনুরোধ করা হয়েছে আজকের মধ্যেই সমুদ্র থেকে ফিরে আসতে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে,শনিবার বিকেলের মধ্যেই উপকূলের কাছাকাছি এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য দুর্যোগের খবর পাওয়ার পরেই লাগাতার সমুদ্র তীরবর্তী এলাকায় মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ,বকখালি, ডায়মন্ড হারবার,দীঘা,শঙ্করপুর রায়দিঘির উপকূলে ফিরে আসছে মৎস্যজীবীদের ট্রলার। যারা ফেরেননি তাদের সঙ্গে রেডিওর মাধ্যমে যোগাযোগ করা হয়েছে।

শনিবার সকালের মধ্যেই ঘোড়ামারা,নামখানা অঞ্চল থেকে প্রায় ১০,০০০ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে। প্রশাসনের তরফে গোসাবার বেশ কয়েকটি দ্বীপে বসবাসকারী মানুষদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। পঞ্চায়েত এলাকাগুলিতে শুকনো খাবার, ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। সুন্দরবনে কমিউনিটি কিচেন এবং বন্যাত্রান সেন্টার খোলা হয়েছে। এখনও ইয়াশ বিধ্বস্ত এলাকাগুলিকে আগের পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তার কয়েকমাসের মধ্যেই এই নতুন বিপর্যয়। ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার প্রভাবে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে। নদীবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা,দুই মেদিনীপুরের পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে বাড়তি নজরদারি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পুজোর সময় দুর্ঘটনা এড়াতে তৎপর কলকাতা পুলিশ । এম ভারত নিউজ

ব্যস্ততম নগরী কলকাতা। দুর্ঘটনা লেগেই আছে। তবে উৎসবের সময় সেই সংখ্যাটা আরও বৃদ্ধি পায়।তাই এবার পুজোয় রাস্তার বিপদ এড়াতে উদ্যোগী হল প্রশাসন। করোনা আবহে পুজোর আয়োজনে কিছুটা ভাটা পড়লেও জাকজমক অব্যাহত। রাতের বেলায় রাস্তার আলোর রোশনাই।সেই বৈদ্যুতিন আলোকসজ্জা থেকে অনেক সময় বড়ো দুর্ঘটনা ঘটে যায়। আবার রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের […]

Subscribe US Now

error: Content Protected