0
0
Read Time:1 Minute, 12 Second
লকডাউন পরিস্থিতিতে সিনেমা হলের ব্যবসায় বড়সর আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হল মালিকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের তরফে একাধিকবার আবেদনও জানানো হয়েছিল এই বিষয়ে । তবে মেলেনি অনুমতি । এবার সিনেমা হলের মালিক এবং সিনেমা প্রেমীদের জন্য সুখবর । আনলক ৪-এ খুলতে পারে সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলি । অগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসা, স্যানিটাইজেশন করার, হলের তাপমাত্র ২৪ ডিগ্রি কিংবা তার বেশি রাখা প্রভৃতি গাইড লাইন মেনেই খোলার অনুমতি দিতে পারে কেন্দ্র বলেই সূত্রের খবর । তবে এটা কি সত্তিই সুখবর নাকি চিন্তার বিষয়ে হয়েও দাঁড়াতে পারে, সেটাই প্রশ্ন ।