উত্তর বঙ্গোপসাগরে কয়েকদিন ধরেই নিম্নচাপ জোরালো হচ্ছিল। ওড়িশা উপকূলে আরও একটি নিম্নচাপ ঘণীভূত হচ্ছে । উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরেও একটি নিম্নচাপের জন্ম হবে এমনই অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের । ফলে প্রবল বর্ষা য়াসার সম্ভাবনা রয়েছে বাংলায় । টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও । আগামী ২৫ অগস্ট অবধি ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সুন্দরবন-সহ দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলস্তরও বাড়তে পারে বলে আশঙ্কা । সমুদ্র সৈকতগুলিতেও জারি হয়েছে সতর্কতা। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে ট্রলার নিয়ে যেতে মানা করে দেওয়া হয়েছে।

আজ থেকে জোরালো বৃষ্টি শুরু হতে পারে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। আগামীকাল থেকে একটানা বৃষ্টি শুরু হতে পারে মেদিনীপুর, বর্ধমান ও বাঁকুড়া জেলায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর ।