নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সোমবার সদর হাওড়ার ময়দান এলাকায় সেমিনারের আয়োজন করল হাওড়া জেলা বামফ্রন্ট নেতৃত্ব। এদিন সেমিনারের পাশাপাশি পথসভারও আয়োজন করা হয়। বর্তমান ছাত্র ও যুব সমাজের মধ্যে নেতাজির আর্দশ ও মতবাদকে তুলে ধরে রাজনৈতিক ভাবে দেশভক্তিই সেমিনারে মূল লক্ষ্য বলে জানান জেলা বামফ্রন্ট নেতৃত্ব। বহু দুষ্প্রাপ্য ছবি এদিনের সেমিনারে লক্ষ্য করা যায়।
এদিনের এই কর্মসূচির সূচনা করেন অমিতাভ দত্ত। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ জয়ন্ত রায়,নেতাজি জন্মজয়ন্তী পালন কমিটির জেলা সম্পাদক ড.জগন্নাথ ভট্টাচার্য,অনুষ্ঠানের আহ্বায়ক তথা বামফ্রন্টের জেলা সম্পাদক বিপ্লব মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভিক্টোরিয়ায় আয়োজিত সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ও মুখ্যমন্ত্রীর দেওয়া ‘জয় বাংলা ‘স্লোগানের তীব্র প্রতিবাদ করা হয়।