বোলপুরে সাংবাদিক বৈঠকে রাজ্যের কাজ নিয়ে মিথ্যে তথ্য দিয়েছেন অমিত শাহ। সোমবার নবান্নে বসেই বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘মিথ্যা তথ্য দেওয়া দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বেমানান।’’

দু’দিনের রাজ্য সফরে এসে রবিবার বোলপুর থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক ব্যর্থতার পরিসংখ্যান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু তাই নয়, দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেটরাজ ও আইনশৃঙ্খলার অবনতিতে বাংলা এগিয়ে বলেও দাবি করেন তিনি। এদিকে, এদিন অমিতের দেওয়া সেই পরিসংখ্যান সম্পূর্ণ মিথ্যা বলে পাল্টা দাবি করেন মমতা। পাল্টা মমতার দাবি, আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশের মধ্যে প্রথম।
এদিন অমিতকে নিশানা করে বলেন, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রমাণ-সহ এ বিষয়ে সবিস্তার জানাবেন তিনি।
এদিকে, অমিত শাহের বর্ণাঢ্য রোড শোর পাল্টা বোলপুরেই মমতা মিছিল করবেন বলে জানান। মমতার কথায়, ‘‘২৮ ডিসেম্বর বীরভূম যাব। ২৯ ডিসেম্বর মিছিল করব। ওটা মা-মাটি-মানুষের মিছিল হবে। রাঙামাটির মিছিল হবে।’’
মমতার অভিযোগ, বাংলার মনীষীদের অপমান করছে বিজেপি। রবীন্দ্রনাথের জন্মস্থান সম্পর্কে জানে না বিজেপি। তাঁর হুঁশিয়ারি, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনও অবমাননা মানব না। রক্ত দেওয়ার জন্য তৈরি থাকব বলেও জানান তিনি।