শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানাতে তৈরি ভারতীয় নবীন খেলোয়াড়রা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 45 Second

শ্রীলঙ্কা সফরের আগে নিজেদেরকে তৈরি করে নিতে উদ্যত ভারতীয় নবীন খেলোয়াড়রা। ইতিমধ্যেই অনুশীলনের পাশাপাশি বেশ খানিকটা সময় তাঁরা কাটাচ্ছেন শরীরচর্চায়। প্রসঙ্গত উল্লেখ্য করোনা সংক্রমণ এড়াতে ২৮ শে জুন কলম্বোর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে পর্যন্ত তাঁরা নিজেদেরকে কোরেন্টাইন করেছেন। করোনা সংক্রমনের মাঝেই শেষ আইপিএলে যে সমস্ত নবীন খেলোয়াড়রা তাঁদের অনুশীলনের মাধ্যমে সকলকে মুগ্ধ করেছেন, তাঁরা হলেন দেবদত্ত পাদিক্কাল, পেসার চেতন সাকারিয়া,নীতিশ রানা, কৃষ্ণপ্পা গৌতম প্রমূখ এবং তাঁদেরকে পুরস্কার স্বরূপ এই স্বল্প ওভারের সিরিজ টুরের সুযোগ দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে দেবদত্ত পাদিক্কাল বলেন, ” দুর্দান্ত লাগছে। করেনটাইনে থাকাকালীন আমরা অনেক বেশি কাজ করার চেষ্টা করছিলাম। তবে জিমে ফিরতে পেরে ভালো লাগছে।” কৃষ্ণপ্পা গৌতম বর্তমানে দেবদত্তের সঙ্গে একই জায়গায় নিজেদের শারীরিক চর্চা এবং অনুশীলন নিয়ে ব্যস্ত রয়েছেন।এই প্রসঙ্গে কৃষ্ণাপ্পা গৌতম জানান, ” আমরা দুজনেই কর্নাটকের হয়ে খেলেছি। আমরা একে অপরের দুর্বলতা জানি এবং তাঁর সঙ্গে অনুশীলন একটি মজাদার ব্যাপার। ” এছাড়াও অন্যান্য খেলোয়াড়রা জানিয়েছেন, এই সুযোগ পেয়ে তাঁরা নিজেদেরকে খুবই ভাগ্যবান বলে মনে করছেন, এবং তাঁরা তাঁদের ১০০% দিয়েই এই খেলা সম্পন্ন করবেন। জানা যাচ্ছে আগামী দিনে একটি দৃঢ় করেনটাইনে মধ্য দিয়ে যেতে হবে তাঁদের। তারপরই তাঁরা স্বাভাবিকভাবে অনুশীলনের সুযোগ পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য শ্রীলংকার এই সিরিজের মোট তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হতে চলেছে। জানা যাচ্ছে এই সম্পূর্ণ সিরিজটি অনুষ্ঠিত হতে চলেছে শ্রীলংকার কলম্বোর আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তবে কি এবার আফগানিস্থানের সম্পূর্ণ দখল পেতে চলেছে তালিবান । এম ভারত নিউজ

গত ১ মে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনতে শুরু করেছে তালিবান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ১১ সেপ্টেম্বরের মধ্যে দফায় দফায় সব সেনা সরিয়ে আনা হবে। কিছুদিনের মধ্যে আফগানিস্তানের দুই নেতা আশরফ গনি ও আবদুল্লা আবদুল্লার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বাইডেন। তার আগে মার্কিন গোয়েন্দারা প্রশাসনকে সতর্ক করে বললেন, তাঁদের […]

Subscribe US Now

error: Content Protected