0
0
Read Time:1 Minute, 6 Second
ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। আইএসএল খেলছে লাল-হলুদ শিবির। ছুটির দিন সকালে সুখবরটা দিলেন স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারপার্সন নীতা আম্বানী। রবিবার তিনি জানান, ইন্ডিয়ান সুপার লিগে একাদশতম দল হিসাবে অন্তর্ভুক্ত হল ইস্টবেঙ্গল।
তিনি আরও বলেন, “আইএসএল-এর জন্য এটি অত্যন্ত গর্বের একটা মুহূর্ত। ইস্টবেঙ্গল ক্লাব ও তার লক্ষ লক্ষ সমর্থকদের লিগে স্বাগত জানাচ্ছি। দুই ঐতিহ্যশালী ক্লাব- ইস্টবেঙ্গল ও মোহনবাগানের অন্তর্ভুক্তি ভারতীয় ফুটবলে সীমাহীন সুযোগ আনতে চলেছে। সেই রাজ্যে প্রতিভা অন্বেষণের ক্ষেত্রে এটা একটা বড় ধাপ।” তবে করোনার আবহে সব ম্যাচ খেলা হবে দর্শক শূন্য গ্যালারিতে।