নাগাল্যান্ড ইস্যুতে ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে দেশ। আর সেই পরিস্থিতিতেই নাগাল্যান্ড সফরে যেতে চলেছে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল । প্রসঙ্গত উল্লেখ্য নাগাল্যান্ডের সীমানা এলাকায় গুলি চালানোর ফলে মৃত্যু হয় ১৪ জন নিরীহ গ্রামবাসীর । ইতিমধ্যেই এই প্রসঙ্গে লোকসভা এবং রাজ্যসভার মুলতুবি প্রস্তাব পেশ করেছে বিরোধী জোট। সকাল দশটা নাগাদ বিরোধী সংসদের বৈঠক ডাকা হয়েছিল। ওদিকে আজ এই প্রসঙ্গে বিকেলে সংসদে বিবৃতি পেশ করতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেল তিনটের সময় লোকসভায় এবং চারটে নাগাদ রাজ্যসভায় বিবৃতি পেশের কথা রয়েছে তাঁর।
প্রসঙ্গত উল্লেখ্য ,শনিবার রাতে নাগাল্যান্ডের ঘটে যাওয়া এই ঘটনার জেরে মৃত্যু হয় ১৪ জনের । আর তারপরে এই ঘটনায় তীব্র ধিক্কার জানায় তৃণমূল কংগ্রেস। আর তারপরই ৫ সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে। জানা যাচ্ছে এই প্রতিনিধি দল পৌঁছে যাবে প্রত্যন্ত ওই এলাকায় । তারপর সেখানকার মানুষের সঙ্গে কথা বলতে চলেছেন তাঁরা । তবে আজ সকাল থেকেই লোকসভা এবং রাজ্যসভার আলাদা আলাদাভাবে আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে একটি অ্যাডজারনমেন্ট নোটিশ জারি করা হয়েছে বিরোধী দলের তরফে ।উল্লেখ্য, এই প্রসঙ্গে তৃণমূলের তরফ থেকে নোটিশ জারি করেছেন শুখেন্দু শেখর রায়।