মহাশয়
ধর্মপাল গুলাটি। ভারতের এক প্রজন্মের কাছে তিনি ছোটবেলার নস্টালজিয়া। তখনকার সময়ে একটি বিজ্ঞাপনে নজর কেড়েছেন গুলাটি। আসলি মসালে সচ সচ.. এমডিএইচ..
এই ট্যাগলাইন শোনা মাত্রই মানুষ জানত এবার দেখা যাবে বয়স্ক মানুষটাকে। তিনি আর কেউ নন, তিনি হলেন জীবনসংগ্রামী ধর্মপাল গুলাটি। এমডিইচ মশলা সংস্থার কর্ণধার তিনিই। আজ সেই লড়াকু মানুষটি চলে যাওয়ায় শোকাহত গোটা দেশ।

করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠছিলেন প্রবীণ এই ব্যক্তি। তবে শেষ রক্ষা হল না। হৃদরোগে আক্রান্ত হয়ে ৯৮ বছর বয়সে চলে গেলেন তিনি। গত ৩ সপ্তাহ ধরে দিল্লির এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্বনামধন্য এই ব্যবসায়ী ব্যক্তিত্বের প্রয়াণে শোক প্রকাশ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে দেশের একাধিক তাবড় নেতা।

অবিভক্ত পাকিস্তানের শিয়ালকোটে 1923 সালের 27 মার্চ জন্মগ্রহণ করেন ধর্মপাল। 1947 সালে দেশভাগের সময় পরিবারের সঙ্গে অমৃতসর চলে আসেন ধর্মপাল। পরে দিল্লির করোলবাগে বসবাস শুরু করেন। তবে পাকিস্তান থেকে ভারতে আসার সময় তাঁর পকেটে ছিল মাত্র 1500 টাকা। পরিবারের পাশে দাঁড়াতে প্রথম থেকেই কষ্ট করেছেন। কখনও টাঙ্গা গাড়ি টেনেও সংসার চালিয়েছেন। অভাবের সংসারে বাবা চুনিলাল গুলাটি মশলার ব্যবসা শুরু করেন। সেই থেকে শুরু। বাবার মৃত্যুর পর ব্যবসার দায়ভার এসে পড়ে ধর্মপালের কাঁধে। অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে পরিচিতি পায় তাঁর সংস্থা এমডিএইচ।

ফুলে ফেঁপে ওঠা ব্যবসার হাত ধরে ২০০০ কোটি টাকার ওপর সম্পত্তির মালিক হন ধর্মপাল। ভারত ছাড়াও তাঁর সংস্থা পরিচিতি পায় ইউরোপ, আমেরিকা, পশ্চিম এশিয়ার বিভিন্ন এলাকায়। তাঁর সংস্থার ইউএসপি হল, অন্যান্য সংস্থা যখন নাম করা অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে পণ্যের বিজ্ঞাপন দিচ্ছে, তখন নিজেই নিজের পণ্যের বিজ্ঞাপন দিয়ে সকলের মন জিতে নেন ধর্মপাল। আজ মনের মানুষের প্রয়াণে মর্মাহত দেশবাসী।