ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে বিক্ষোভ ত্রিপুরায় । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 3 Second

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে আবারও বিক্ষুব্ধ ত্রিপুরা । জানা যায় যে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল করা হয়েছে ত্রিপুরা পুলিশের তরফে। আর তারপর থেকেই ক্রমাগত বিক্ষোভ দেখাতে থাকেন তৃনমূলের কর্মী-সমর্থকরা। প্রসঙ্গত উল্লেখ্য আগামীকালই আগরতলা রবীন্দ্র ভবনের সামনে সভা করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে শেষ মুহূর্তে এসে সেই সভা বাতিল করল ত্রিপুরা পুলিশ। জানা যাচ্ছে রাস্তার যানজটের অজুহাত দেখিয়ে এই সভা বাতিল করেছে তাঁরা। আর তারপর থেকেই প্রশাসনের ওপর ক্ষুব্ধ তৃণমূল।

প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরা পুলিশের তরফ থেকে তৃনমূল কংগ্রেসের এই সভাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে।প্রশাসনের পক্ষে দাবি জানানো হয়েছে, রাস্তায় যানজট সৃষ্টি হতে পারে এই সভাস্থলের কারণে। তবে প্রশাসনের এই কথা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন,”এটা একটা হাস্যকর ব্যাপার৷ প্রথমে পুলিশ নিজেই অনুমতি দিল৷ এখন পুলিশ বলছে সভা অন্যত্র সরিয়ে নিতে হবে৷ শেষ মুহূর্তে এই ভাবে অন্য জায়গায় সভার আয়োজন সম্ভব নয়৷ পুলিশ বলছে সভায় এত লোক হবে তাঁরা ভাবেননি৷ আসলে ভয় পেয়ে এখন এসব বলছে পুলিশ৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নির্বাচনের সন্ধ্যাতেই বিটি রোড অবরোধ তৃণমূলের । এম ভারত নিউজ

উপনির্বাচনের দিনেই উত্তপ্ত খড়দহ। জানা যাচ্ছে আজ সন্ধ্যেতেই অবরোধ করেছে তৃণমূলের কর্মী সমর্থকরা। খড়দহ তৃণমূল নেতা কাজল সিনহার ছেলে আর্যদীপ সিনহাকে মাপ্রতিবাদেই এই প্রতিবাদে এই অবরোধ বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী জয় সাহার ব্যক্তিগত দেহরক্ষী বিরুদ্ধে আঙ্গুল তুলতে দেখা গিয়েছে তৃণমূলের এই নেতৃত্বকে। শুধু তাই নয় পাশাপাশি […]

Subscribe US Now

error: Content Protected