Read Time:1 Minute, 23 Second
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । আজ সকালেই জানা গেছিল গতকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে । গত ৯ অগস্ট বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি । ১০ অগস্ট জানা যায় প্রণববাবু করোনা আক্রান্ত । এর পর তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়েছে । তারপর বুধবার দুপুরে সেনা হাসপাতালের তরফে একটি বুলেটিনে জানানো হয়, প্রণববাবু হেমোডাইনামিকালি স্টেবল রয়েছেন। তাঁর মস্তিষ্ক কাজ করছে না। শেষমেশ ২১ দিন ভেন্টিলেশনে থেকে আজ অর্থাৎ ৩১ অগস্ট শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রণব মুখোপাধ্যায় । তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ই বাবার মৃত্যু সংবাদ ট্যুইটারে জানান ।
