বোরখা নয়, রঙিন পোশাককে আপন করলেন আফগানি মহিলারা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 58 Second

আফগানিস্তানে রাজ চলছে তালিবানদের । তার মধ্যেও বীরঙ্গনা হয়ে বোরখার পরিবর্তে রঙিন পোশাক বেছে নিয়েছেন আফগানি মহিলারা। তীব্র কন্ঠে বারবার বলেছেন কালো বোরখা নয়, রঙিন আফগানি ঐতিহ্যবাহী পোশাকই আমাদের আফগান ঐতিহ্যকে ধরে রাখবে। তালিবানদের মুখের ওপর সপাটে জবাব দিয়েছেন আফগানি এই বীরাঙ্গনারা। মহিলাদের কর্মসংস্থানের যাওয়ার বিরুদ্ধে ফতোয়া জারি করেছে তালিবানি জঙ্গি গোষ্ঠী। সেখানে নিজেদের পছন্দের পোশাকের চয়ন করেছেন তাঁরা।এমনকি তাঁরা এও বলেছেন আফগান পোশাক ছাড়া অন্য কোন পোশাকই আফগান সংস্কৃতিকে মান্যতা দেয় না। পাশাপাশি তারা জানিয়েছেন যারা আমাদের ধুলিস্যাৎ করে দিতে চায়। তাদের উপযুক্ত আমাদের সংস্কৃতিকে কোনভাবেই হতে দেব না।

গত ১৫ আগস্ট আফগানিস্তান দখল করেছে তালিবানরা । তারপর থেকেই স্বায়ত্তশাসন শিকার হচ্ছে দেশের প্রত্যেকটি সাধারণ মানুষ শুরুর দিকে মেয়েদের পড়াশোনা এবং সরকারি কাজকর্মে যোগ দেওয়ার বিষয়ে আহ্বান জানালেও পরবর্তীতে তাদের কর্ম ক্ষেত্রে যাওয়ার বিষয়ে ফতেয়া জারি করে তালিবানরা। ক্ষমতায় আসা থেকে শুরু করে সরকার গঠন পর্যন্ত তালিবানরা তাদের প্রত্যেক পদক্ষেপে ভালো মত বুঝিয়ে দিয়েছে তারা বদলাইনি ,তারা বদলাতে পারে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিশাল ক্ষতির মুখোমুখি ইংল্যান্ড, পাশে দাঁড়ালো বিসিসিআই । এম ভারত নিউজ

ম্যাঞ্চেস্টারে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট বাতিলের পর বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ওরফে ইসিবি। ক্ষতি হতে পারে প্রায় আড়াই কোটি পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৫ কোটি টাকা)। তাই এবার ইংল্যান্ডের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সৌরভ গাঙ্গুলির বোর্ড। আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে আগামী […]

Subscribe US Now

error: Content Protected