মানুষ নাকি জানোয়ার । আরও এক অমানবিক ঘটনা সামনে এল । ফের ধর্ষণের ঘটনা যোগী রাজ্যে । এক মহিলাকে ধর্ষণ করে গায়ে আগুন লাগানোর অভিযোগ উঠল বাবা আর ছেলের বিরদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরের মিশরিখ অঞ্চলে । বছর তিরিশের ওই মহিল বাড়ি ফেরার সময়ে অভিযুক্তের রিকশায় উঠলে তাঁর ওপর ৫৫ বছরের রিকশা চালক ও তার ছেলে চড়াও হয় । এরপর বাবা-ছেলে মিলে মহিলাকে ধর্ষণ করে গায়ে আগুন ধরিয়ে দেয় । পুলিশের কাছে খবর পৌঁছলে পুলিশ গিয়ে আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে । নির্যাতিতার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছে তবে এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে । পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে আটক করেছে । সীতাপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট আরপি সিং জানিয়েছেন, তাঁদের ফোন করে খবর দেওয়া হলে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান । এই মুহূর্তে তদন্ত চালিয়ে যাচ্ছেন তাঁরা । এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করানো হবে ।

একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে যোগী রাজ্যে । বার বার প্রমাণিত হচ্ছে উত্তপ্রদেশে নারী নিরাপত্তা কতটা দুর্বল । কিছুদিন আগেই ঘটে যাওয়া হাথরাসের ভয়ঙ্কর ঘটনা এখনও আমরা স্মৃতি থেকে মুছে ফেলতে পারিনি । মুছে ফেলতে পারিনি সেই ঘটনার ছবি যেখানে একটি মেয়েছে ধর্ষণ করে মাঝরাস্তায় পুড়িয়ে ফেলা হল । আত কিছুর পরেও বার বার মনে হয় এই বুঝি শেষ কিন্তু ঠিক তার পর মুহূর্তেই আরও এক ঘৃণ্য ঘটনার খবর পাওয়া যায় । প্রতি দিন প্রতি ঘন্টায় আমাদের দেশে কেউ না কেউ যৌন নির্যাতনের শিকার হন । কোন খবর মিডিয়ার সামনে আসলেও বেশিরভাগ মেয়েরাই সমাজ এবং অভিযুক্তের ভয়ে মুখ খুলতে পারেননা । এ জিনিষ বন্ধ হোক । সরকারের কাছে একটাই দাবী, এমন কোন আইন আনা হোক যাতে এই ধরনের কুৎসিত অন্যায় করার আগে মানুষ একবার ভাবে যে তার নিজের পরিণতিও খুব একটা সুখকর হবার নয় ।