পাইপ বেয়ে দেওয়ালে ওঠা, স্পাইডারম্যান এখন চুরির দায়ে পুলিশি হেফাজতে। এম ভারত নিউজ

admin

কিছুদিন আগে শেক্সপিয়ার সরণির একটি বাড়িতে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তিনি ।

0 0
Read Time:2 Minute, 38 Second

হ্যাঁ ঠিকই শুনেছেন এ যেন এক স্পাইডারম্যান, রেন ওয়াটার পাইপ, জানালার কার্নিশ এমনকি মসৃণ দেয়াল দিয়ে উঠতে পারে এই ব্যক্তি শুধুমাত্র পারে না স্পাইডারম্যানের মতো জাল ছুঁড়তে। ইনি হলেন রবিউল গাজি, যিনি এ মুহূর্তে কলকাতা পুলিশের কাছে স্পাইডারম্যান নামেই পরিচিত। কিছুদিন আগে শেক্সপিয়ার সরণির একটি বাড়িতে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তিনি ।

রবিউল গাজি অর্থাৎ স্পাইডারম্যান ট‌্যাংরার বাসিন্দা। রেনপাইপ, কার্নিশ, জানলা বেয়ে ঘরে ঢুকে কলকাতার বিভিন্ন জায়গায় চুরি করে বেড়ানোই ছিল তার কাজ। কিছুদিন আগেই শেক্সপিয়ার সরণির এক বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ জানায় তার চারতলার ফ্ল্যাট থেকে সাতটি মোবাইল ও সাড়ে ন’হাজার টাকা চুরি হয়েছে। তার চারতলার ফ্ল্যাটের বারান্দার দরজার দিয়ে দুষ্কৃতী ঢুকে তার বাড়িতে এই চুরি করেছে।

এরপরই দুষ্কৃতিদের ধরতে তদন্ত শুরু করে লালবাজারের গোয়েন্দারা। গোয়েন্দারা তদন্ত শুরু করলে বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে রবিউলের ছবি। এরপরই গোয়েন্দারা রবিউলকে শনাক্ত করে ট্যাংরা থেকে গ্রেফতার করে। রবিউল তথা এই স্পাইডারম্যানকে জেরা করে পাওয়া যায় তিনটে মোবাইল। পুলিশের কাছে রবিউল দাবি করেছে যতই উঁচু ফ্ল্যাট হোক না কেন পাইপ, কার্নিশ, জানলা, এমনকী সুযোগ পেলে দেওয়াল বেয়েও সে উঠতে পারে। এই ভাবেই সে ঘরের ভএতরে ঢুকে চুরি করেছে। এরপরই পুলিশ তাকে জেরা করে কলকাতার আরো কয়েকটা চুরির তদন্ত চালাচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আরামবাগ টিভির সম্পাদকের বাড়িতে কোলকাতা পুলিশের হানা। এম ভারত নিউজ।

বিনা নোটিশে আচমকাই কোলকাতা পুলিশের হানা আরামবাগ টিভি সম্পাদক শেখ সফিকুল ইসলামের বাড়িতে।

Subscribe US Now

error: Content Protected