মার্চ মাস থেকে বন্ধ থাকার পর রবিবার থেকে খুলল কামাক্ষ্যা মন্দির। করোনার জেরে বন্ধ ছিল অসমের এই মন্দির। এমনকি অম্বুবাচীর সময়েও মন্দিরের দরজা খোলেনি। তবে প্রায় সাত মাস পরে মন্দির খুললেও আপাতত মূল মন্দির ও গর্ভগৃহ খুলছে না। ইতিমধ্যেই ভেতরে চলছে দুর্গার সামান্য পুজো। কিন্তু ভক্তদের ভিতরে ঢোকার অনুমতি এখনই মিলছে না পরিবর্তে শুধু পরিক্রমার অনুমতি মিলেছে। কামাখ্যা মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রতিদিন সকাল ৮টায় মন্দিরের দরজা খুলবে এবং সূর্য ডুবলেই মন্দির বন্ধ হবে। তবে নবরাত্রি ও দুর্গাপুজোয় সময়ে তা পরিবর্তন হবে। করোনা সংক্রান্ত যাবতীয় নিয়ম মেনেই মন্দিরে যাওয়ার ছাড়পত্র মিলছে।

সেইসঙ্গে কামাক্ষ্যায় আসা প্রতিটি দর্শনার্থীদের প্রথমে নীলাচল পাহাড়ের নীচে থাকা স্বাস্থ্য শিবিরে রেপিড অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে। ওপরে উঠে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখিয়ে ছিন্নমস্তা বা কামেশ্বর মন্দিরের সামনে থেকে অন্নক্ষেত্র অফিস থেকে সংগ্রহ করতে হবে প্রবেশ কার্ড। তারপর হবে থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজেশন। মন্দিরে ঢোকার পরে ১৫ মিনিটের বেশি কেউ ভিতরে থাকতে পারবেন না। পাশাপাশি মাস্ক ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না। প্রত্যেককে সামাজিক দূরত্ববিধি-সহ সব ধরণের করোনা সতর্কতা মেনে চলা বাধ্যতামূলক।