করোনা যুদ্ধে দেশকে বাঁচাতে সেনা বাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদান । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 59 Second

করোনা মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদান করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। করোনার এই আপৎকালীন পরিস্থিতিতে দেশের বীর জওয়ানদের হাতে অতিরিক্ত ক্ষমতা তুলে দিলো দেশের প্রতিরক্ষা মন্ত্রক বিশেষত আপৎকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য ধার্য অর্থ থেকে টাকা ব্যবহার করে সাধারন মানুষের সহযোগিতায় এগিয়ে আসার ক্ষমতা দেওয়া হল দেশের তিন সশস্ত্র মন্ত্রককেই। শুক্রবার একটি বিবৃতির মাধ্যমেদেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে দেশের সশস্ত্র বাহিনীকে ঝাঁপিয়ে পড়তে হবে করোনা মোকাবিলার গুরুত্বপূর্ণ সময়ে ।

প্রসঙ্গত উল্লেখ্য প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে দেওয়া এই বিশেষ ক্ষমতার ,মূলত আগামী তিন মাসের জন্য অর্থাৎ ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ব্যবহার করতে পারবে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত দেশের সশস্ত্র বাহিনীর অফিসাররা। শুধু তাই নয় গত সপ্তাহে সশস্ত্র বাহিনীর মেডিকেল অফিসারদেরও এই বিশেষ ক্ষমতা স্থানান্তরিত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে প্রত্যেকটি কমান্ডার এবং সব কমান্ডারের এলাকাভিত্তিক টাকা ভাগ করে দেওয়া হবে।

এমনকি কমান্ডার এলাকায় হাসপাতাল, অক্সিজেন প্ল্যান্ট, অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহের জন্য দেওয়া হবে ৫০ লাখ টাকা এবং সাব কমান্ডার এলাকায় দেওয়া হবে ২০ লাখ টাকা। কিছুদিন আগেই দেশের করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনিক মহলের কাছে সহযোগিতা চেয়েছিল কেন্দ্র এবং নির্বাচন কমিশন সংস্থা। সেখানে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হল, প্রশাসনিক মহলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে সেনাবাহিনীকে এই কঠিন পরিস্থিতি থেকে দেশকে বের করে এবং সুস্থ করার দায়িত্ব দেশের বীর জওয়ানদের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দেশে সংক্রমণের গণ্ডি পেরোলো ৪ লক্ষ্য । এম ভারত নিউজ

দেশে করোনা সংক্রমণ উত্তরোত্তর বেড়েই চলেছে ।লাগামছাড়া সংক্রমনের জেড়ে প্রায় প্রতিটি কোভিড হাসপাতালে বেড সংখ্যায় ঘাটতি দেখা যাচ্ছে। শুধু তাই নয় পাশাপাশি অক্সিজেনের অভাবেও প্রাণ দিতে হচ্ছে বহু মানুষকে। গত কয়েকদিনে করোনা সংক্রমনের গণ্ডি তিন লক্ষ অব্দি সীমিত থাকলেও, সেই গণ্ডি এবার চার লক্ষ পার করলো। করোনার সংক্রমনের এই লাগামছাড়া […]

Subscribe US Now

error: Content Protected