৮ রাজ্যের নয়া রাজ্যপাল নিযুক্ত করলেন রাষ্ট্রপতি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 1 Second

মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নেওয়ার আগেই আট রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করলেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ যে আটটি রাজ্যে নয়া রাজ্যপাল নিয়োগ করা হয়েছে, সেগুলি হল; কর্ণাটক, মিজোরাম, মধ্য প্রদেশ, হিমাচল প্রদেশ, গোয়া, ত্রিপুরা, ঝাড়খন্ড এবং হরিয়ানা । যদিও গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের পাশাপাশি বেশকিছু রাজ্যের রাজ্যপাল পরিবর্তন এবং বর্ষিয়ান সংসদের নয়া রাজ্যপাল হিসেবে দায়িত্বভার দেওয়ার খবর উঠে এসেছিল। আর সেই রদবদলের আগে আজ আট রাজ্যের রাজ্যপালের তালিকা ঘোষণা করলেন রাষ্ট্রপতি।

আট রাজ্যের নয়া রাজ্যপাল :

১) থাওর চাঁদ গহলোটকে কর্ণাটকের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে।
২) মিজোরামের রাজ্যপাল নিযুক্ত হন হরি বাবু কম্বামপতি।
৩)মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল মধ্য প্রদেশের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন।
৪) রাজেন্দ্রন বিশ্বনাথ আরলেকর হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন।
৫) পিএস শ্রীধরণ পিল্লাই বদলি হয়ে গোয়ার রাজ্যপাল নিযুক্ত হয়েছেন।
৬) সত্যদেব নারায়ণ আর্যকে বদলি করে ত্রিপুরার রাজ্যপাল নিযুক্ত করা হয়।
৭) রমেশ বাইসকে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদে বদলি করা হয়েছে।
৮) বন্দরু দত্তাত্রেয় হরিয়ানার রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কোভিডে আক্রান্ত হল ইংল্যান্ড ক্রিকেট দলের ৭ সদস্য । এম ভারত নিউজ

কোভিডে আক্রান্ত হল ইংল্যান্ড ক্রিকেট দলের তিনজন খেলোয়াড় এবং চারজন কর্মী। ইংল্যান্ড শিবিরে দাপিয়ে বেড়াচ্ছে কোভিড -১৯, ইসিবি অবশ্য নিশ্চিত করেছে যে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ শিডিউল অনুসারেই চলবে। প্রথম ইংল্যান্ড বনাম পাকিস্তান ওয়ানডে ম্যাচটি হবে ৮ জুলাই কার্ডিফে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ঘোষণা করেছে, ইংলিশ […]
sports_104

Subscribe US Now

error: Content Protected