ভারতে সদ্যই লঞ্চ হয়েছে রেডমি নোট ১১টি ৫জি ফোন। গত মাসেই চিনে লঞ্চ হয়েছিল রেডমির নতুন মডেল নোট ১১ ৫জি ফোন। তারই রিব্র্যান্ডেড ভার্সান হল রেডমি নোট ১১টি ৫জি ফোন। এই ফোনের নতুন ফিচার ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। ডিসপ্লের উপর সেলফি ক্যামেরা সেনসর সেট করার জন্য রয়েছে অতিরিক্ত একটি হোল পাঞ্চ ডিজাইন। এছাড়াও এই ফোনে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। গত জুলাই মাসে ভারতে লঞ্চ হয় রেডমি নোট ১০টি ৫জি ফোন। তারই সাকসেসর মডেল এই রেডমি নোট ১১টি ৫জি ফোন।
বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, রিয়েলমি ৮এস ৫জি, iQoo জেড৩ এবং লাভা অগ্নি ৫জি ফোনের সঙ্গে জোরদার পাল্লা দিতেই মার্কেটে এসেছে রেডমি নোট ১১টি ৫জি ফোন। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ১৬,৯৯৯ টাকা। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৯,৯৯৯ টাকা। অ্যাকোয়ামেরিন ব্লু, ম্যাট ব্ল্যাক এবং স্টারডাস্ট হোয়াইট— এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১টি ৫জি ফোন।