বিএসএফ ইস্যু নিয়ে সরব রাজ্যপাল ধনকার । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 16 Second

বিএসএফের সঙ্গে রাজ্যের সমন্বয় সাধন করাতে বৈঠক রাজ্যপালের । ইতিমধ্যেই বিএসএফের সঙ্গে রাজ্য সংঘাত নিয়ে বারংবার সরব হতে দেখা গিয়েছিল রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধনকারকে। কেন্দ্র সরকারের তরফ থেকে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই বিরোধিতা করেছিল রাজ্য সরকার । যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা করেছেন রাজ্যের রাজ্যপাল। তবে এবার রাজ্য এবং বিএসএফদের সঙ্গে সমন্বয় সাধন করতে বড় সিদ্ধান্ত নিলেন জাগদীপ ধানকার।

জানা যাচ্ছে ইতিমধ্যেই মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আজ টানা ১ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করতে দেখা যায় রাজ্যপালকে । জানা যায় এই দুই আধিকারিকের সঙ্গে বৈঠক সম্পন্ন করার পর নিজের সোশ্যাল মিডিয়াতে টুইট করেন তিনি । সেখানে তিনি লিখেন রাজ্যের মুখ্যসচিব হরে কৃষ্ণ দ্বিবেদী এবং স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকার সঙ্গে বৈঠক সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। সেক্ষেত্রে রাজ্য এবং বিএসএফদের মধ্যে সমন্বয় সাধন করার বিষয়ে দ্রুত সিদ্ধান্তের নির্দেশ দেওয়া হয়েছে তাদের।

প্রসঙ্গত উল্লেখ্য আজ বিকেল পাঁচটা নাগাদ মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে তড়িঘড়ি ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। নির্দিষ্ট সময়ের আগেই রাজভবনে উপস্থিত হতে দেখা যায় উভয় আধিকারিকদের তারপর টানা এক ঘন্টা ধরে বৈঠক করেন সকলে। আগামীদিনের রাজ্য এবং বিএসএফদের মধ্যবর্তী সম্পর্ক ঠিক করতেই এই বৈঠক করেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিশ্বমানের স্টেশন তৈরি হতে চলেছে আসানসোলে । এম ভারত নিউজ

আসানসোলবাসীর জন্য সুখবর। জানা যাচ্ছে , এবার নয়া রূপে সাজে উঠতে চলেছে আসানসোল স্টেশন। রাজ্য স্তরের প্রথম বিশ্বমানের স্টেশন তৈরি হতে চলেছে এটি। এছাড়াও এর সমস্ত স্টেশন গুলির মধ্যে একমাত্র এটিকে বিশ্বমানের স্টেশন তৈরি করার নির্দেশে অনুমোদন দেওয়া হয়েছে রেলওয়ে বোর্ডের তরফ থেকে । দেখা যাচ্ছে, ইতিমধ্যেই রেল মন্ত্রকের তরফ […]

Subscribe US Now

error: Content Protected