রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর! এম ভারত নিউজ

admin

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর হানা। বিধায়কের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

0 0
Read Time:2 Minute, 29 Second

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর হানা। বিধায়কের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির পাশাপাশি বিধায়কের অফিসেও চলছে অভিযান। এমনকি বিধায়কের গ্রামের আদি বাড়িতেও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা হানা দিয়েছেন বলে খবর। হানা দিয়েছেন বিধায়কের ফ্যাক্টরিতেও।

বুধবার সাত সকালেই বিধায়কের বাড়িতে পৌঁছে যান আয়কর আধিকারিকরা। ৪টি গাড়ি করে আসেন কেন্দ্রীয় আধিকারিকরা। বাড়ি ও অফিস, দুই-ই ঘিরে রেখে চলছে তল্লাশি। বিধায়কের বিভিন্ন ব্যবসা রয়েছে বলে খবর। আয়ের সঙ্গে কোনওরকম সঙ্গতিহীন সম্পত্তি আছে নাকি, সেটাই এবার খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় আধিকারিকরা।

পাশাপাশি, এদিন একযোগে পার্কস্ট্রিটে ৪২এ, রফি আহমেদ কিদওয়াই রোডের দোতলায় ই-ব্লকে কল্যাণী সলভেক্স কোম্পানির অফিস। সলভেক্স একটি পেট্রোলিয়াম প্রোডাক্ট হলেও,অফিস কর্মীদের দাবি, এই অফিসে শুধুমাত্র একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের কলকাতা ব্যুরো অফিস চলে।

এদিন আয়কর বিভাগের ৩ জন অফিসার এবং একটি এসইউভি গাড়িতে ৭ জন আধাসেনা জওয়ান এসে সোজা কৃষ্ণ কল্যাণীর চেম্বারে ঢুকে পড়েন। অ্যাকাউন্ট অফিসারকে ডাকা হয়। চ্যানেলের হেড অফিস রায়গঞ্জে। চ্যানেল সম্প্রচার হয় সেখান থেকেই। কিন্তু তাও এই অফিসে আয়কর আধিকারিকরা ঢুকে কর্মীদের বাইরে বসিয়ে রাখেন। এমনকি তাঁদের মোবাইলও বাজেয়াপ্ত করেছে বলে অভিযোগ কর্মীদের।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নিয়োগ দুর্নীতিতে খোঁজ মিলল আরও ২৬ জনের! এম ভারত নিউজ

নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। আরও এক কোটি ৪০ লক্ষ টাকা চাকরিপ্রার্থীদের থেকে এসেছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে।

Subscribe US Now

error: Content Protected