0
0
Read Time:1 Minute, 25 Second
নিজস্ব প্রতিনিধি,হাওড়াঃ গত ভোররাতে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তুলসীবেড়িয়ার ১৮৫ নং বুথের অন্তর্গত তৃণমূল কংগ্রেস নেতা গৌতম ঘোষের বাড়ি থেকে উদ্ধার ৬ টি ইভিএম ও বেশ কয়েকটি ভিভিপ্যাড।
এই ঘটনার জেরে কার্যত রনক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। সেক্টর অফিসার সহ পুলিশ কর্মীদের ঘেরাও বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
এই প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন রায়ের অভিযোগ, “সেক্টর অফিসারের মদতে ভোট লুটের চক্রান্ত হচ্ছিল। আমাদের কর্মীরা ও গ্রামবাসীদের উদ্যোগে এই চক্রান্ত বানচাল করা সম্ভব হয়েছে “।
রাতেই ঘটনাস্থলে আসে বিশাল কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করা হয় জনতাকে। পরে ইভিএম গুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ব্লক অফিসে। এই ঘটনার জেরে সকালে সাসপেন্ড করা হয় ওই এলাকার অভিযুক্ত ওই সেক্টর অফিসারকে।