Read Time:57 Second

আগ্রায় নির্মীয়মান মুঘল মিউজিয়াম-এর নাম বদলে মারাঠা বীর ছত্রপতি শিবাজীর নামে হওয়ার কথা ঘোষণা করে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার আগ্রার উন্নয়ণ নিয়ে হওয়া এক বৈঠকে আদিত্যনাথ বলেন, মুঘলরা আমাদের হিরো হন কীভাবে! যেসব জায়গায় দাসত্বের গন্ধ আছে তা মুছে ফেলবে সরকার। তিনি টুইট করেও জানান, আগ্রার নির্মীয়মান মিউজিয়ামের নামকরণ করা হবে ছত্রপতি শিবাজী মহারাজের নামে। উত্তরপ্রদেশে দাসত্বের গন্ধ লেগে রয়েছে এমন কিছুর জায়গা নেই। শিবাজী মহারাজই আমাদের হিরো। জয় হিন্দ। জয় ভারত।
