ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য বরাদ্দ বাজেটের পরিমাণ বাড়াল কেন্দ্র। বর্তমানে বরাদ্দ বেড়ে হয়েছে ৮ হাজার ৫৭৫ কোটি টাকা। সেইসঙ্গে ২০২১-এর ডিসেম্বরের মধ্যে কাজ সম্পূর্ণ করার প্রস্তাব পাস করেছে ক্যাবিনেট কমিটি। পাশাপাশি মেট্রো রেলের সম্প্রসারণ ঘটিয়ে তা সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত করা হয়েছে। গত রবিবার দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রথম ভূগর্ভস্থ স্টেশন ফুলবাগানের উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। সেদিনই ২০২১-এর ডিসেম্বরের মধ্যেই পুরো কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছিলেন। আজ অর্থাৎ বুধবার বরাদ্দ বৃদ্ধির কথা জানান তিনি। তাঁর মতে বরাদ্দ বৃদ্ধি হওয়ায় কাজে গতি আসবে। এই মেট্রো রুট হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভকে সংযুক্ত করেছে। অন্যতম এই মেট্রো রুট গিয়েছে গঙ্গা নদীর নীচ দিয়ে, যা এই প্রথম। ১৬.৬ কিলোমিটার দীর্ঘ রুটে সবচেয়ে গভীরতম স্টেশন হাওড়া স্টেশন।
