ব্রিটেন ও বাহরাইনে অনুমোদন পাওয়ার পরে এবার ভারতে তাদের তৈরি কোভিড ভ্যাকসিন বিক্রির জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে অনুমতি চাইল ফাইজার ইন্ডিয়া। ভ্যাকসিন ব্যবহারে অনুমোদন চাইল ফাইজার। এক সর্বভারতীয় সংবাদসংস্থার সূত্রে খবর, ভারতে ফাইজার-বায়োএনটেক-এর তৈরি ভ্যাকসিনের আমদানি এবং তা বিপণনের অনুমতি চেয়ে আবেদনপত্র জমা দিয়েছে ফাইজার সংস্থা।
ফাইজার এবং বায়োএনটেক-এর যৌথ প্রয়াসে তৈরি এই ভ্যাকসিনকে প্রথম ছাড়পত্র দিয়েছে ব্রিটেন সরকার। এ বার ফাইজার ইন্ডিয়া, জরুরি পরিস্থিতিতে ভারতে এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চাইল। গত বুধবার, প্রথম দেশ হিসেবে, ফাইজার-বায়োএনটেক-র তৈরি ভ্যাকসিন অস্থায়ী ভাবে ব্যবহারের ছাড়পত্র দিয়েছিল ব্রিটেন। ব্রিটিশ রেগুলেটরের তরফ থেকে জানানো হয়, ফাইজারের তৈরি ভ্যাকসিন করোনা সংক্রমণে ৯৫ শতাংশ কার্যকরী এবং পুরোপুরি তা নিরাপদ। পাশাপাশি গত শুক্রবার ফাইজারের দুই ডোজের কোভিড টিকা বিক্রির অনুমতি দেয় বাহরিন সরকারও। এদিকে, সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইজার ভারত সরকারের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। যার ফলে দেশে ভ্যাকসিন সহজে উপলব্ধ হবে, প্রয়োজন মতো।