গুরুতর অসুস্থ প্রবীণ নেতা যশবন্ত সিনহা, ভর্তি এসএসকেএম-এ । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 33 Second

প্রবীণ নেতা যশবন্ত সিনহা অসুস্থ হয়ে ভর্তি হলেন কলকাতার এসএসকেএম হাসপাতালে। জানা গিয়েছে, মঙ্গলবার প্রবল পিঠে ব্যথার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । বুধবার প্রকাশ্যে আসে, যশবন্ত সিনহার হাসপাতালে ভর্তি হওয়ার খবর।

হাসপাতাল সূত্রে খবর, যশবন্ত সিনহাকে উডবার্ন ব্লকে ভর্তি করা হয়েছে । তাঁর চিকিৎসা চলছে সেখানেই । চার সদস্যের একটি চিকিৎসক দল গঠন করা হয়েছে। তবে, বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে ৮৪ বছরের এই নেতার। এসএসকেএম হাসপাতালে সারাক্ষণ পর্যবেক্ষণে তাঁকে রাখা হয়েছে ।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য এবং দেশের প্রাক্তন অর্থমন্ত্রী । তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগদানের পরই তাঁকে সম্মানজনক পদে বসান । তাঁকে দেওয়া হয় দলের সর্বভারতীয় সহ-সভাপতির পদ। একইসঙ্গে তাঁকে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যও করা হয়েছে ।তৃণমূলে যোগ দিয়ে মোদি সরকারকে তুলোধোনা করতে দেখা গিয়েছিল যশবন্ত সিনহাকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'আমি কম কথা, বেশী কাজে বিশ্বাসী', মুম্বইয়ে বার্তা মমতার । এম ভারত নিউজ

একাধিক কর্মসূচি নিয়ে গতাকাল রাতেই তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের মুম্বই সফরে গিয়েছেন। আজ, নির্ধারিত সূচি মেনেই মমতা দেখা করলেন বিশিষ্টজনদের সঙ্গে। জানা গিয়েছে, বৈঠকে জাভেদ আখতার, সুধীর কুলকর্নি, স্বরা ভাস্করের মতো একাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন । মঞ্চে রয়েছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া পবন বর্মা। বিশিষ্ট সুরকার […]

You May Like

Subscribe US Now

error: Content Protected