সাইকেল নিয়েই চড়া যাবে মেট্রোয় ? । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 38 Second

মেট্রোয় এবার থেকে আপনার দুচাকাওয়ালা সঙ্গীকে নিয়েই সফর করতে পারবেন। অবাক লাগলেও এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই তো জানানো হয়নি। এমনই সিদ্ধান্ত নিয়েছে কোচি। এবার থেকে কোচিবাসীরা সাইকেল নিয়ে দূরের পথ পাড়ি দিতে চাইলে মেট্রো স্টেশনে এসে আর তাঁদের সাইকেল নিয়ে দুর্ভাবনায় পড়তে হবে না। সাইকেল নিয়ে তাঁরা সটান ওঠে যেতে পারবেন মেট্রোতেও। এর জন্য তাঁদের দিতে হবে না কোনও বাড়তি মূল্যও। কোচি মেট্রো কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে কার্যত চমকে গিয়েছে গোটা বিশ্ব।

তবে এখনই সব স্টেশনে এই সুবিধা পাচ্ছেন না যাত্রীরা৷ আপাতত শহরের ছ’টি স্টেশনে সাইকেল নিয়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ করা হবে। সেক্ষেত্রে বাড়ানো হতে পারে স্টেশনের সংখ্যা৷ বিশ্বজুড়ে সংক্রমণের কারণে প্রাইভেট ভেইকেলের ওপর জোর দিচ্ছেন সাধারণ মানুষ। সেক্ষেত্রে সাইকেলের ওপরও বেশ নির্ভর করছেন তারা। সেই জায়গায় দাঁড়িয়ে কোচি মেট্রো কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত বেশ চমকপ্রদ ও কাজের বলেই মনে করছেন অনেকে। যেহেতু সাইকেল ব্যবহারে পরিবেশ দূষণ কমে অন্যদিকে তুলনামূলক কম টাকা ব্যয়ে প্রাইভেট ভেহিকেল ব্যবহার করা যায়, তাই এমন সিদ্ধান্তের ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

ভারতে অবশ্য এখনও সাইকেল নিয়ে এতটা গভীরভাবে ভাবা হয়নি। বহু শহরেই নেই সাইকেল লেন। কিন্তু এই পরিস্থিতিতে কোচি মেট্রো এমন ঘোষণা করায় দারুণ খুশি সব রাজ্যের সাইকেলপ্রেমীরা৷ তাই কোচির মত কলকাতাতে কবে হবে এমন সিদ্ধান্ত সেদিকেই তাকিয়ে শহরবাসী। আপাতত কোচি মেট্রোর এমন সিদ্ধান্তেই খুশি দেশবাসী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিলাসবহুল হোটেলে মধুচন্দ্রিমা, জানেন প্রতিদিন কত ভাড়া গুনতে হয়েছে নেহা-রোহনপ্রীতকে ? । এম ভারত নিউজ

সদ্য বিয়ের পরই মধুচন্দ্রিমা সারতে দুবাই উড়ে গিয়েছেন নব দম্পতি। দুবাইয়ের অন্যতম বিলাসবহুল রিসের্টে একসঙ্গে ছুটি কাটাতে মগ্ন বলিউডের এই হট কাপল। হামেশাই দুজনের ঘনিষ্ঠ মুহুর্তের ছবি ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কাদের কথা বলছি। ঠিক ধরেছেন নেহা কক্কর-রোহনপ্রীত সিং। ২৪ অক্টোবর রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দিল্লির একটি […]

Subscribe US Now

error: Content Protected