তুষারপাতে বিধ্বস্ত সিকিম, উদ্বিগ্ন প্রশাসন। এম ভারত নিউজ

admin

অন্যদিকে, লাচুংয়েও তুষারপাতের জেরে ২৫-৩০ জন পর্যটক আটকে পড়েন

0 0
Read Time:1 Minute, 34 Second

ব্যাপকভাবে তুষারপাতে বিধ্বস্ত সিকিম। বরফের ঢেকে গিয়েছে একাধিক রাস্তা। এর ফলে বিভিন্ন জায়গায় আটকে পড়েন কয়েক হাজার পর্যটক। তাদের উদ্ধারে নামানো হয় সেনা। যদিও পর্যটকদের উদ্ধার করে গ্যাংটকে নামিয়ে আনা হচ্ছে। বুধবার রাতে ১২১৭ জন পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনারা। অন্যদিকে, লাচুংয়েও তুষারপাতের জেরে ২৫-৩০ জন পর্যটক আটকে পড়েন। তাঁদেরও উদ্ধার করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আটকে পড়া পর্যটকদের মধ্যে রয়েছে পুরুষ, মহিলা এবং শিশু। ঘটনার খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস অক্লান্তভাবে উদ্ধার অভিযান চালায়। গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে সমস্ত আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয়। প্রসঙ্গত, প্রতিবছরই তুষারপাতের কারণে সিকিমে আটকে পড়েন বহু পর্যটক। সেক্ষেত্রে তাদের উদ্ধারের জন্য এগিয়ে আসে সেনাবাহিনী।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

CCTV না CISF, জ্যোতিপ্রিয়-মামলায় কোন পক্ষে আদালত? এম ভারত নিউজ

এরপর আবারও এক মাসের জেল হেফাজতের নির্দেশ দিলে তারই বিরোধিতায়

Subscribe US Now

error: Content Protected