সুড়ঙ্গের মধ্যে মেট্রো জলে ডুবে মৃত্যু হল ১২ জনের । এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে চীনের হেনান প্রদেশে। জানা যাচ্ছে মেট্রোটি ৭০০ জন যাত্রী নিয়ে চীনের সেন্ট্রাল থেকে হেনান প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আচমকাই সুড়ঙ্গের মধ্যে ঘটে যায় দুর্ঘটনা। কেউ কিছু বুঝে উঠার আগেই মেট্রোর ভিতরে জল ঢুকে যায়। মেট্রোটি সুড়ঙ্গের ভিতর দিয়ে যাওয়ার কারণে চালকও আগাম কিছু বুঝে উঠতে পারেননি। নিমেষের মধ্যে মেট্রোর ভেতর বুক ভর্তি জল জমে যায়। জল জমার সাথে সাথে লাইট বন্ধ হয়ে যায় ।মেট্রোর ভেতরে থাকা যাত্রীরা চিৎকার করতে থাকে ক্রমাগত ।

চলক ব্যাপারটি বুঝতে পেরে কন্ট্রোল রুমে খবর দিলে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মাটির তলায় সুড়ঙ্গের মধ্যে জায়গা কম হওয়ার কারণে যাত্রীদের কাছে উদ্ধারকারী দল পৌঁছালেও দরজা ভাঙা সম্ভব ছিলনা। বুক ভর্তি জলে যাত্রীরা প্রায় ৫০ ঘণ্টা আটকে ছিল মেট্রোর ভেতর। জানা যাচ্ছে, প্রবল বর্ষণের কারণে নদীর জল বেড়ে যায় ।হঠাৎ করেই জলের লেভেল বেড়ে যাওয়ার কারণে ঘটেছে এই অঘটন। প্রায় ৫০ ঘণ্টা পর জলের লেভেল কিছুটা কমলে উদ্ধারকারী দল উদ্ধারকার্য শুরু করে। বিশিষ্ট সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনো পর্যন্ত ১২ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকার্য এখনও চলছে।