সদ্য বিয়ের পরই মধুচন্দ্রিমা সারতে দুবাই উড়ে গিয়েছেন নব দম্পতি। দুবাইয়ের অন্যতম বিলাসবহুল রিসের্টে একসঙ্গে ছুটি কাটাতে মগ্ন বলিউডের এই হট কাপল। হামেশাই দুজনের ঘনিষ্ঠ মুহুর্তের ছবি ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কাদের কথা বলছি। ঠিক ধরেছেন নেহা কক্কর-রোহনপ্রীত সিং।
২৪ অক্টোবর রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দিল্লির একটি গুরুদ্বারে বসে
সাতপাকে বাধা পড়েন নেহা কক্কর। দিল্লিতে বিয়ের পর সেখানেই বসে প্রথম দফার রিসেপশন। এরপর পঞ্জাবে বসে নেহা-রোহনপ্রীতের দ্বিতীয় দফার রিসেপশন। এরপর মুম্বইতে ফিরে মধুচন্দ্রিমার জন্য দুবাই উড়ে যান নবদম্পতি। দুবাইয়ের অন্যতম বিলাসবহুল রিসের্টে একান্তে সময় কাটিয়েছেন যুগল। বিলাসবহুল হোটেলের জন্য প্রতিদিন কমপক্ষে ৯০ হাজার করে ভাড়া গুনতে হয়েছে তাঁদের।
দুবাইয়ে মধুচন্দ্রিমার মাঝেই দীপাবলি পালন করেন নেহা কক্কর-রোহনপ্রীত সিং। বিদেশে থেকেই অনুরাগীদের আলোর উৎসবের শুভেচ্ছা জানান বলিউডের রিমেক কুইন।