ড্রাগ কন্ট্রোলের অনুমোদনেই পুণের স্যাসন জেনারেল হাসপাতালে কোভিশিল্ড টিকার তৃতীয় পর্বের চুড়ান্ত ট্রায়াল শুরু করে দিল সেরাম । জানা গেছে, তৃতীয় পর্বে দুটি ডোজে টিকার ট্রায়াল হবে। প্রাথমিকভাবে ১৫০-২০০ জনকে টিকা দেওয়া হবে । দেশের অন্তত ১৭টি হাসপাতালে এই ট্রায়াল চলবে। যার মধ্যে রয়েছে, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল কলেজ (এইমস), পুণে বি জে মেডিক্যাল কলেজ, পাটনার রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট অব মেডিক্যাল কলেজ, চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যোধপুর-এইমস, গোরক্ষপুরের নেহরু হাসপাতাল, বিশাখাপত্তনমের অন্ধ্র মেডিক্যাল কলেজ, মাইসোরের জেএসএস অ্যাকাডেমি অব হাইয়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ। ট্রায়ালের রিপোর্ট দেখে শুরু হবে উৎপাদন । স্ফলতা লাভ করলে এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই টিকা চলে আসতে পারে বাজারে।
‘কোভিশিল্ড’ টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু, বছরের শেষেই বাজারে আসতে পারে টিকা । এম ভারত নিউজ
ড্রাগ কন্ট্রোলের অনুমোদনেই পুণের স্যাসন জেনারেল হাসপাতালে কোভিশিল্ড টিকার তৃতীয় পর্বের চুড়ান্ত ট্রায়াল শুরু করে দিল সেরাম । জানা গেছে, তৃতীয় পর্বে দুটি ডোজে টিকার ট্রায়াল হবে। প্রাথমিকভাবে ১৫০-২০০ জনকে টিকা দেওয়া হবে । দেশের অন্তত ১৭টি হাসপাতালে এই ট্রায়াল চলবে। যার মধ্যে রয়েছে, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল কলেজ (এইমস), পুণে বি জে মেডিক্যাল কলেজ, পাটনার রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট অব মেডিক্যাল কলেজ, চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যোধপুর-এইমস, গোরক্ষপুরের নেহরু হাসপাতাল, বিশাখাপত্তনমের অন্ধ্র মেডিক্যাল কলেজ, মাইসোরের জেএসএস অ্যাকাডেমি অব হাইয়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ। ট্রায়ালের রিপোর্ট দেখে শুরু হবে উৎপাদন । স্ফলতা লাভ করলে এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই টিকা চলে আসতে পারে বাজারে।