‘কোভিশিল্ড’ টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু, বছরের শেষেই বাজারে আসতে পারে টিকা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 33 Second

ড্রাগ কন্ট্রোলের অনুমোদনেই পুণের স্যাসন জেনারেল হাসপাতালে কোভিশিল্ড টিকার তৃতীয় পর্বের চুড়ান্ত ট্রায়াল শুরু করে দিল সেরাম । জানা গেছে, তৃতীয় পর্বে দুটি ডোজে টিকার ট্রায়াল হবে। প্রাথমিকভাবে ১৫০-২০০ জনকে টিকা দেওয়া হবে । দেশের অন্তত ১৭টি হাসপাতালে এই ট্রায়াল চলবে।  যার মধ্যে রয়েছে, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল কলেজ (এইমস), পুণে বি জে মেডিক্যাল কলেজ, পাটনার রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট অব মেডিক্যাল কলেজ, চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যোধপুর-এইমস, গোরক্ষপুরের নেহরু হাসপাতাল, বিশাখাপত্তনমের অন্ধ্র মেডিক্যাল কলেজ, মাইসোরের জেএসএস অ্যাকাডেমি অব হাইয়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ। ট্রায়ালের রিপোর্ট দেখে শুরু হবে উৎপাদন । স্ফলতা লাভ করলে এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই টিকা চলে আসতে পারে বাজারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিতর্কিত বিলের প্রতিবাদে রাতভর ধর্নায় বরখাস্ত আট সাংসদ । এম ভারত নিউজ

বিতর্কিত কৃষি বিল পাশ হওয়াকে কেন্দ্র করে দিনভর পার্লামেন্টের লনে ধর্নায় বসে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়ন, আম আদমি পার্টির সঞ্জয় সিংহ, কংগ্রেসের রাজীব সাতভ এবং সিপিএমের কে কে রাগেশ সহ আরও বহু সদস্য । “আমরা কৃষকদের পক্ষে লড়াই করব” এমনই লেখা ছিল তাঁদের হাতের প্ল্যাকার্ডে […]

Subscribe US Now

error: Content Protected