নতুন করে আবার গুঞ্জন বলিউডে। কার্তিক আরিয়ানের সাথে করণ জোহরের সম্পর্কের অবনতি কে কেন্দ্র করে গুঞ্জন ছড়িয়েছে বেশ কিছুদিন ধরেই। সম্প্রতি মুম্বাইয়ের একটি সংবাদপত্রের মাধ্যমে জানা যায় ‘দোস্তানা ২” থেকে বাদ পড়েছেন কার্তিক।করণ জোহরের সাথে কার্তিক আরিয়ানের সম্পর্কের অবনতিই যে এই ছবি থেকে বাদ পড়ার কারণ তা নিয়ে সন্দেহের অবকাশ ছিল না মোটেই। এবার এই কার্তিকের পক্ষ নিয়েই সরাসরি করণ জোহরকে আক্রমণ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রসঙ্গ টেনে কঙ্গনা করন কে আক্রমণ করে বলেন সুশান্তের সাথে করনের খারাপ ব্যবহারের জন্যই আত্মহত্যা করেছেন সুশান্ত। একই রকম ব্যবহার করন জোহর কার্তিকের সাথে করছেন বলেও দাবি করেন কঙ্গনা। করণের স্বজনপোষণের জন্যই বলিউডে ব্রাত্য হয়েই আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন সুশান্ত এমন অভিযোগ এনেছেন তিনি। এদিন নিজের টুইটারে একটি টুইট করে কঙ্গনা লেখেন “এতদূর পর্যন্ত কার্তিক নিজের চেষ্টাতেই এসেছে। নিজের চেষ্টাতেই ও এগিয়ে যাবে। পাপা জো এ তাঁর নেপো গ্যাংকে অনুরোধ ওর পিছু ছেড়ে দিন। সুশান্তের মতো ওকে আত্মহত্যা করতে বাধ্য করবেন না। ওকে একা ছেড়ে দিন।”
প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি শোনা যায় দোস্তানা ২এর প্রযোজক করণ জোহরের সাথে মনোমালিন্য হয় দোস্তানা ২ ছবি থেকে বাদ পড়েছেন কার্তিক আরিয়ান। যদিও ছবি থেকে বাদ পড়ার স্পষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। কার্তিক এর জায়গায় ছবিতে আসবেন কোন অভিনেতা তা নিয়েও এখনো কিছু জানায়নি ধর্মা প্রোডাকশন।