নতুন আকর্ষণ কলকাতায় ! দেখুন কি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 14 Second

তিলোত্তমার বুকে নতুন আকর্ষণ, এবার চালু হয়ে গেল বোট লাইব্রেরী। গত কয়েক বছরে রাজ্য পরিবহণ নিগমের বিভিন্ন প্রচেষ্টার বাস্তবায়নে ঘটেছে। গত কয়েক বছরে ক্রমাগত ট্রামের ওপর এক্সপেরিমেন্ট করে চলেছেন এই রাজ্য পরিবহণ নিগম ।একে একে ট্রাম মিউজিয়াম থেকে শুরু করে ট্রাম লাইব্রেরি ,ট্রামের মধ্যে কফি শপ, সকল চিন্তা ধারাই বাস্তবায়ন করা হয়েছে। বিশেষত ছাত্র-ছাত্রীদের আকর্ষিত করায় এই লাইব্রেরির উদ্দেশ্য।

হুগলি নদীর বুকে ভেসে বেড়াবে এই বোট লাইব্রেরীটি । এই লাইব্রেরীর অন্দরমহল শিশু এবং কিশোরদের রংবেরঙের বই দিয়ে সুসজ্জিত করা হচ্ছে। মূলত বাংলা এবং ইংরেজি সাহিত্যের বই গুলি থাকবে লাইব্রেরি তে পাশাপাশি রবীন্দ্র সঙ্গীতও বাজানো হবে মনোরম এবং পঠনমূলক আবহাওয়া তৈরীর জন্য। এর পাশাপাশি থাকছে মুখরোচক খাবারের ব্যবস্থা। চা-কফি-ফিস ফ্রাই-পকোড়া-কোল্ড ড্রিংকস-চকোলেট মিলবে বোট অন লাইব্রেরি জুড়ে। ১৮ বছরের মধ্যে যাদের বয়স তাদের ভাড়া হচ্ছে ৫০ টাকা এবং ১৮ উর্ধ্বে বয়সের ব্যক্তিদের ভাড়া ১০০টাকা ধার্য করা হয়েছে। পাশাপাশি এডুকেশন ট্রিপের জন্য ভাড়া দেয়া হবে ।এই বোটটি ভাড়া নিতে 4000 টাকা অর্থ ব্যয় করতে হবে তাকে। পাশাপাশি দিনে তিনবার করেই এই ভোট ছাড়া হবে মিলেনিয়াম পার্ক থেকে। বছরের প্রতিটি সন্ধ্যাকে আবৃত্তি এবং গল্প পাঠের এক নতুন অধ্যায় দিতেই এই প্রচেষ্টা বলেই জানালেন রাজ্য পরিবহণ নিগম।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মন্ত্রী অরূপ রায় । এম ভারত নিউজ

কিছুদিন আগেই আর্টারিতে ব্লকেজ নিয়ে উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়। হাসপাতাল সূত্রে জানানো হয়, তাঁর আর্টারিতে একটি ব্লকেজের পরিবর্তে স্টেন্ট বসানো হয়েছিল। গত রবিবার ভোরে হঠাৎ করেই শ্বাসকষ্ট সহ বুকের বাঁ দিকে ব্যথা অনুভব করেন তিনি, পরবর্তীতে তড়িঘড়ি তাঁকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। চেকআপ এর […]

You May Like

Subscribe US Now

error: Content Protected