বিহার ভোটে কল্পতরু বিজেপি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 46 Second

ভোটের মুখে বিহারে কল্পতরু বিজেপি। আগে বিরোধী দলনেতা তেজস্বী যাদব ১০ লাখ কর্মসংস্থানের ঘোষণা করেছিলেন। এবার বিজেপি তাদের সঙ্কল্পপত্রে ১৯ লাখ কর্মসংস্থানের কথা ঘোষণা করল। সঙ্গে বিনামূল্যে করোনা টিকার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বিজেপি-র তরফে এ-ও জানানো হয়েছে যে, পরবর্তী পাঁচ বছরের জন্য নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন। তেজস্বী কী ভাবে দশ লাখ কাজের ব্যবস্থা করবেন এ নিয়ে বিজেপি-র তরফে অবশ্য যথেষ্ট সমালোচনা করা হয়েছে। বৃহস্পতিবার খাতায়কলমে বিরোধী জোটের কর্মসংস্থানের সেই প্রতিশ্রুতিকে টপকে গিয়ে এনডিএ তার প্রায় দ্বিগুণ কর্মসংস্থানের স্বপ্ন দেখাল তাদের ‘সঙ্কল্পপত্র’-এ। প্রসঙ্গত বিহারে ২৪৩টি আসনে বিধানসভা ভোট হবে আগামী ২৮ অক্টোবর এবং ৩ ও ৭ নভেম্বরে। নভেম্বরের ১০ তারিখে ভোটের ফল ঘোষণা করা হবে। অন্যদিকে এদিন নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘‘করোনাভাইরাসের টিকার গণহারে উৎপাদন শুরু হলেই বিহারের প্রত্যেককে বিনামূল্যে টিকা দেওয়া হবে। এটাই আমাদের নির্বাচনী ইস্তাহারে প্রথম প্রতিশ্রুতি।’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নির্বাচনের আগে করোনা আক্রান্ত উপমুখ্যমন্ত্রী। এম ভারত নিউজ

আগামী সপ্তাহে বিহার বিধানসভা নির্বাচন। তার আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি।বৃহস্পতিবার নিজেই করে আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। এদিনই তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। আপাতত পটনার এমসে চিকিৎসাধীন। এদিন টুইটে তিনি লেখেন, জ্বর ও অন্যান্য রিপোর্ট স্বাভাবিক থাকায় শঙ্কার কোনও কারণ […]

Subscribe US Now

error: Content Protected