আজ বুলান্দশহরে শেষকৃত্য হতে চলেছে কল্যাণ সিংয়ের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 27 Second

আজই উত্তরপ্রদেশের বুলান্দশহরে শেষকৃত্য সম্পন্ন হবে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের। জানা যাচ্ছে, আজকের এই শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জানা যাচ্ছে, আজ তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে শেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। প্রয়াত কল্যাণ সিংয়ের পুত্র রাজবীর সিং জানিয়েছেন, আজ এই শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, শিবরাজ সিংহ চৌহান, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। অন্যদিকে উপস্থিত থাকতে চলেছেন উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরিবার সূত্রে খবর, আজ নারোয়ায় রাজঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। সেখানে উপস্থিত থাকবেন সকল মন্ত্রীরা। তবে তার আগে আলিগড়ের অহল্যা বাই স্টেডিয়াম থেকে তাঁর মৃতদেহ বুলন্দশহরের তাঁর জন্মস্থান মাধোলিতে নিয়ে যাওয়া হবে। আজ এইসব যাত্রায় উপস্থিত থাকতে চলেছেন বর্তমান মুখ্যমন্ত্রীও।

প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার, হাসপাতালে চিকিৎসারত অবস্থায়, সঞ্জয় গাঁধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর মৃত্যুর পর যোগী আদিত্যনাথ বলেছেন, ‘ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ ছিলেন ভারত মাতার প্রকৃত সুসন্তান। তাঁর প্রজন্মের যে নেতারা ভারতীয় রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে সক্ষম হয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কল্যাণ সিংহ’।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভক্তদের জন্য সুখবর খুলে গেল পুরীর মন্দির । এম ভারত নিউজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান । অবশেষে ভক্তদের জন্য খুলে দেওয়া হল পুরীর জগন্নাথ দেবের মন্দির। জানা যাচ্ছে, আজ থেকেই মন্দিরে প্রবেশ করতে পারবেন সাধারন দর্শনার্থীরা। করোনাকালীন কঠিন পরিস্থিতির জেরে সংক্রমণ রুখতে, সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করা হয়েছিল মন্দিরে। মূলত বর্তমানে দেশে করোনা সংক্রমনের হার বেশ কিছুটা নিম্নগামী । আর এই পরিস্থিতিতে […]
News_936

Subscribe US Now

error: Content Protected