কেরলে নৌকাডুবি, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য মোদীর। এম ভারত নিউজ

admin

কেরলের নৌকাডুবিতে মৃত বেড়ে ২২। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

0 0
Read Time:3 Minute, 0 Second

কেরলের নৌকাডুবিতে মৃত বেড়ে ২২। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রবিবার মধ্যরাত পর্যন্ত উদ্ধারকাজ চালিয়েছে প্রশাসন।কেরলের মালাপ্পুরমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র থুভাল থিরাম। রবিবার সন্ধ্যায় সেখানেই একটি জলাশয়ে হাউসবোটে থাকার আনন্দ উপভোগ করছিলেন পর্যটকেরা। ওই হাউসবোটে মোট ৪০ জন ছিলেন।

পর্যটকবোঝাই নৌকাটি হঠাৎই উল্টে যায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। দ্রুত উদ্ধারকাজে হাত লাগায় তারা। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। তাঁদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া, দুর্ঘটনাগ্রস্ত হাউসবোটটির নীচে অনেকে আটকে রয়েছেন বলে অনুমান উদ্ধারকারীদের। তাঁদের উদ্ধার চেষ্টা চলছে।

কেরলের এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে রবিবার রাতে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এত প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন। ওই টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। তিনি মালাপ্পুরমের জেলাশাসককে বিপর্যয় মোকাবিলাবাহিনীর সঙ্গে সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন। সোমবার সকালের সরকারি কর্মসূচিও বাতিল করেছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, নৌকাডুবির খবর পেয়েই রাজ্য স্বাস্থ্য় দফতরের সঙ্গে জরুরি বৈঠকের ডাক দেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। আহতদের যাতে যথাযথ চিকিৎসা করা হয়, তার যাবতীয় ব্য়বস্থা করতে বলেন তিনি। মৃতদের পরিবারের হাতে দ্রুত দেহ তুলে দেওয়ার জন্য ময়নাতদন্তের গতিও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ ভোর ৬টা থেকে ময়নাতদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বরফগলা জলে উষ্ণ অভিনেত্রী রাকুল প্রীত। এম ভারত নিউজ

মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রায় কনকনে ঠান্ডা বরফ গলা জলে নেমে এক বিরল সাহসিকতার পরিচয় দিলেন অভিনেত্রী।

Subscribe US Now

error: Content Protected