অসুস্থ কিরণ খের, আক্রান্ত বিরল প্রকৃতির ব্লাড ক্যান্সারে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 30 Second

এবার ক্যান্সার থাবা বসালো বলিউডের বিখ্যাত খের পরিবারে। হ্যাঁ এইবার এই মারণ রোগ দানা বেঁধেছে বলিউড অভিনেত্রী ও ভারতীয় জনতা পার্টির চণ্ডীগড়ের সাংসদ কিরণ খেরের শরীরে। তাঁর শরীরে প্রচুর মায়েলুমা পাওয়া গিয়েছে। ব্লাড ক্যান্সারের একটি ধরণ এটি। এখন সারা শরীরে ছড়িয়ে পড়েছে এই রোগ।মুম্বইয়ে চিকিৎসা চলছে অভিনেত্রীর। কিছুদিন আগে টলিউড ইন্ডাস্ট্রিতে এরকমই একটি খবর পাওয়াই মুষরে পড়েছিল গোটা টলিপাড়া। গতবছর অতিমারির সময় থেকেই একের পর এক বিখ্যাত অভিনেতা মৃত্যু হয়েছে এই মারণ রোগে আর এখন এই রোগের শিকার হলেন ‘বাড়িওয়ালী’ কিরণ খের। চণ্ডীগড়ের বিজেপি নেতা প্রেসিডেন্ড অরুণ সুদ জানান, ৬৮ বছর বয়সী তারকা সাংসদ ব্লাড ক্যানসারে আক্রান্ত এবং আপতত মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিত্সা চলছে কিরণ খেরের। অভিনেত্রীর স্বামী ও বলিউড অভিনেতা অনুপম খের সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ‘গুজব ওঠার আগেই আমি আর সিকন্দর সবাইকে জানাতে চাই, আমার স্ত্রী কিরণ খের myeloma ক্যানসারে আক্রান্ত৷ এটি একধরনের বিরল ব্লাড ক্যানসার৷ আপাতত কিরণের চিকিৎসা চলছে৷ সে খুবই স্ট্রং, লড়াকু মনের৷ তাঁর এই লড়াইকে আমি ও আমার ছেলে কুর্ণিশ জানাই৷ প্রচুর চিকিৎসকের কড়া নজরে রয়েছে কিরণ৷ প্রচুর প্রিয়মানুষকে পাশে পেয়েছেন কিরণ৷ কারণ, সে হৃদয় থেকেই এত ভালো মানুষ৷ সবাই কিরণের জন্য প্রার্থনা করুন৷ ভালোবাসা পাঠান৷ সে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে৷ সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই৷’ ইতিমধ্যেই এই খবর সামনে আসার পর থেকে অভিনেত্রী সুস্থতা কামনা করে অনেকেই টুইট করেছেন টুইটারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভয়াবহ অগ্নিকাণ্ড ৩৪ নম্বর জাতীয় সড়কে । এম ভারত নিউজ

ফের আগুন লাগার ঘটনা ঘটে ৩৪ নম্বর জাতীয় সড়কে। গতকাল মধ্যরাতে হঠাৎ আগুন লেগে যায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ধাবমান তিনটি লরিতে। স্থানীয় সূত্রে জানা যায়, মূলত নিয়ন্ত্রণ রাখতে না পেরেই এই দুর্ঘটনা ঘটে। তিনটি লরির মধ্যে একটিতে বিদেশী মদ অপরটিতে বালি এবং একটি লরি খালি অবস্থায় ছিল। বাঁক নেওয়ার […]

You May Like

Subscribe US Now

error: Content Protected